|
বাংলাদেশের ফরিদপুর জেলার এম,এম,হোলাম সারোয়ার তাঁর চিঠিতে বলেছেন, 'আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের একজন পুরাতন শ্রোতা। শুরু থেকে এ পর্যন্ত অব্যাহতভাবে সিআরআই'র বাংলা অনুষ্ঠান নিয়মিত শোনার পাশাপাশি নিয়মিত ভাবে চিঠি পত্র লেখা লেখি করে সিআরআই'র সাথে যোগাযোগ রক্ষা করে আসছি। আমি সাআরআই'র শ্রোতা হওয়ার খুবাদে প্রতিদিনই ২ থেকে ৪ চিঠি পত্র না লিখে পারিনা। প্রতিদিন চিঠি লেখা এখন আমার অভ্যাসে পরিনত হয়েছে। আমি সিআরআইকে যত চিঠি লেখি ততই লিখতে ইচ্ছে করে। যেন এ লেখা লেখির শেষে নেই। সিআরআই'র প্রতি অন্তরের চান আছে বলেই, এত লেখা, এতভালবাসা আর এত স্বপ্ন। খর্ব পরি একথা না বললেই নয় যে, সিআরআই আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। সিআরআই ছাড়া আমি আমার জীবনকে কল্পনা করতে পারিনা। ধন্যবাদ।' আপনার চিঠি পড়লে আমাদের সবার মুগ্ধ হই। কোনো কোনো শ্রোতা জিজ্ঞাস করেন, কেন সবসময় পুরানো শ্রোতার চিঠি বলি? এখন আপনি জানতে পেয়েছেন কিনা? কারণ এম,এম,হোলাম সারোয়ারের মত পুরানো শ্রোতা প্রতি দিনই কয়েক চিঠি আমাদেরকে লেখেন। তাহলে আমরা কিভাবে তাঁর চিঠি বলতে না পারবো? আপনা তাঁরা আমাদেরকে সমর্থনের জন্য অসংখ্যা ধন্যবাদ জানাই।
বাংলাদেশের ফরিদপুর জেলার ডুমাইন বেতার শ্রোতা ক্লাবের প্রেসিডেন্ট ফরহাদ হোসেন তাঁর চিঠিতে লিখেছেন, সিআরআই'র বাংলা বিভাগের অনুষ্ঠান নিঃ সন্দেহে অন্যান্য বেতারের চেয়ে সুন্দর এবং বৈচিত্রময়। বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান রত বাংলা ভাষী মানুষ সিআরআই বাংলা বিভাগের অনুষ্ঠান শুনে থাকে। অনেকে সিআরআইকে ভালবেসে হৃদয়ে স্থান দিয়েছে, আমি তাদেরই একজন। আর এ জন্যই সিআরআই বাংলা বিভাগের সর্বাত্মক সাফল্য কামনা করি। অভিবাদন তোমাকে সিআরআই, তুমি বেচে থাক লাঘো মানুষের হৃদয়ে, অনন্ত কাল ধরে। এত আন্তরিক শ্রোতা থাকলে আমরা আরো সুন্দর অনুষ্ঠান তৈরী করার চেষ্টা করবো। আপনার সমর্থন করার জন্য ধন্যবাদ জানাই।
বাংলাদেশের শেনিদাহ জেলার ব্রথারহুদ রেডিও লিসেনার্স ক্লাবের প্রেসিডেন্ট সাজ্জাদ হোসাইন রিজু তাঁর চিঠিতে লিখেছেন, আপনাদেরকে ধন্যবাদ অলিম্পিক জ্ঞান যাচাই প্রতিযোগিতায় আমাকে ২য় শ্রেণীর পুরস্কার বিজয়ী হিসেবে নির্বাচিত করার জন্য। পুরস্কার হিসেবে পাঠানো সুন্দর কাপড়ের স্যাট, পান্জ কার্ড ও অলিম্পিক কার্ড অক্ষত অবস্থায় হাতে পেয়েছি। ধন্যবাদ। সিআরআই'র প্রতিটি পরিবেশনা আমাদের কাছে খুবই ভাল লাগে। সিআরআই'র অনুষ্ঠান থেকে আমরা অনেক তথ্য জানতে পারছি যা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ ও উন্নত করছে। সিআরআই বাংলা বিভাগকে একটি স্কুল হিসেবে তুলনা করা যায় যার প্রধান শিক্ষক হলেন ইউ কোয়াং য়ূত্র, অনমল্য কর্মীরা শিক্ষক, শ্রোতারা হলেন শিক্ষাথী। প্রথমে আপনাকে পুরস্কার লাভ করার জন্য অভিনন্দা জানাই। আশা করি, আপনি অব্যাহতভাবে আমাদের অনুষ্ঠানের ওপর সজাগ দৃষ্টি রাখবেন।
বাংলাদেশের ঝিনাইদহ জেলার স্বাধীন ফ্রেন্ড ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের জি এস স্বাধীন তাঁর চিঠিতে লিখেছেন, যাহোক অনেকদিন পড়াশুনার ব্যস্তাতার জন্য চীন আন্তর্জাতিক বেতারে লেখালেখি বন্ধ ছিল। জানিনা চীন আন্তর্জাতিক বেতারের উপস্থাপক ও উপস্থাপিকা ভাইয়া আপুরা আমাকে ভুলে গেছে কিনা? তবে এখন থেকে আবার চীন আন্তর্জাতিক বেতারের সাথে সংযুক্ত হলাম। আশা করি হনরায় আমাকে আগের মত ঠাই দিবেন। আমরা আপনাকে অবশ্যই ভুলে যাবে না। আমরা প্রত্যক শ্রোতার কথা আমাদের মনে পড়ি। আশা করি, আপনিও আমাদেরকে ভুলে যাবে না এবং আমাদেরকে অব্যাহতভাবে সমর্থন করবেন।
বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলম বারী চপল রেডিও ক্লাবের কবির আল মাসুদ তাঁর চিঠিতে একটি চিঠি লিখেছেন। তিনি আশা করেন, আমরা আমাদের অনুষ্ঠানে তাঁর চিঠি বলবো। এখন আমি বলবো। কবিতার নাম হল সিআরআই।
সিআরআই তুমি
মহত্ অনুষ্ঠান
তোমায় শুনে ধন্য হয়
সকল শ্রোতার প্রাণ।
সিআরআই তুমি
প্রভাত কালের পাখি
তোমার ডাক শুনে মেলি
মোদের দু'টি আখি
সিআরআই তুমি
দুপুর বেলার রোদ
তোমার সাথে সবাই মেতে
করি গো আমোদ
সিআরআই তুমি
সন্ধ্যা প্রদীপ বাঁতি
তোমার সাথে সারা জনম
করব মতামতি।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |