চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা গেছে, চীনরে বাণিজ্য মন্ত্রী জেন ডে মিন ১৬ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী লো চিয়া হুয়েনের সঙ্গে বৈঠক করেছেন। দুই মন্ত্রী বলেছেন, দু'দেশের মধ্যে সহযোগিতা জোরদার হবে ।
জেন ডে মিন বলেন, বিশ্বের বৃহত শিল্পোন্নত দেশ ও সবচেয়ে বড় উন্নয়নশীল দেশ হিসেবে চীন ও যুক্তরাষ্ট্রের উচিত, বাস্তব পদক্ষেপ নিয়ে বাণিজ্যে রক্ষণশীলতার বিরোধীতা করা এবং অন্যান্য দেশের জন্য ভাল আচরণ প্রদশর্ন করা। বাণিজ্য ক্ষেত্রের মামলা বা অভিযোগের সম্মুখীণ হলে দু'পক্ষের পারাস্পরিক সমঝোতা ও সমন্বয় জোরদার করা উচিত। অন্যের বিরুদ্ধে ক্ষতিকর পদক্ষেপ নেওয়ার বিষয় এড়ানো উচিত। তিনি আরও বলেন, ইতিহাসের অভিজ্ঞতা থেকে বোঝা যায়, অবাধ বাণিজ্য কড়াকড়িভাবে অনুশীলন করা, ন্যায়সঙ্গত বাজারের পরিবেশ রক্ষা করা অথর্নৈতিক ভারসাম্যপূর্ণ উন্নয়নের সঠিক বিকল্প। রক্ষণশীলতার মাধ্যমে সমস্যার সমাধান করা যায়না।
লো চিয়া হুয়ে বলেন, মার্কিন সরকার মনে করে, চীন-মার্কিন সম্পর্ক যুক্তরাষ্ট্রের সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সস্পর্ক। চীনের উন্নয়ন বিশ্ব উন্নয়নকে সহায়তা করে। চীন ও যুক্তরাষ্ট্রের অথর্নৈতিক স্বার্থ পরষ্পরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্রমাগত উন্নয়ন তরান্বিত করার জন্য যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে পারষ্পরিক আর্থ-বাণিজ্যিক বিষয় নিয়ে যোগাযোগ ও মত বিনিময় করতে ইচ্ছুক। দু'পক্ষ ২০তম চীন-মার্কিন বাণিজ্য কমিশনের অর্জিত সাফল্যের ব্যাপারেও সম্পর্কে মত বিনিময় করেছেন।