|
সাংবাদিকদের এ দু'টো প্রশ্নের জবাবে সাংহাই গণ সরকারের উপমহাসচিব ও সাংহাই বিশ্ব মেলার সমন্বয় বিভাগের পরিচালক হংহাও বলেছেন , বিশ্ব মেলা সাংহাইয়ের ঘন জনবসতিপূর্ণ এলাকায় ছ'মাস ধরে চলবে । দেশবিদেশের দর্শকদের সংখ্যা সম্ভবত:সাত কোটিতে দাঁড়াবে । এ কথা সত্য যে , তাদের থাকা , খাওয়াও আসা-যাওয়ার সমস্যা সমাধান করা আমাদের পক্ষে একটি কঠিন পরীক্ষা ও চ্যালেঞ্জ ।
সাংহাই বিশ্ব মেলা চলাকালে প্রতিদিন প্রায় চার লাখ লোক ,কখনো সাত লাখ লোক, সবচেয়ে বেশী হলে আট লাখ লোক বিশ্ব মেলার বাগান দেখতে আসবে । এটা সাংহাইয়ের পরিবহন ও হোটেলের ওপর অসহ্য চাপ সৃষ্টি করবে ।
পরিচালক হং হাও জানিয়েছেন ,বর্তমানে সাংহাই গণ সরকার এ সমস্যা সমাধানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। ২০১০ সালে সাংহাইয়ের যে ১২টি সুড়ঙ্গ রেলপথের নির্মান কাজ সম্পন্ন হবে তার মোট দৈর্ঘ্য চার শ' কিলোমিটার । সাংহাইয়ের ফুতং আন্তর্জাতিক বিমান বন্দর ও হংছিয়াও আন্তর্জাতিক বিমান বন্দরের সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়িত হলে ২০১০ সালে আট কোটি যাত্রী এক বছরে এ দুটো বিমান বন্দরের মাধ্যমে আসা-যাওয়া করতে পারবে । সাংহাইংয়ের তিনটি রেলস্টেশনের মাধ্যমেও আট কোটি দশ লাখ যাত্রী সাংহাইয়ে প্রবেশ বা ত্যাগ করতে পারবে ।
বিশ্ব মেলার বাগানের দর্শকদের সংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে টিকিটের দাম পরিবর্তিত থাকবে ।ছুটি বা উত্সবের সময়ে টিকিটের দাম সামান্য বাড়িয়ে দেয়া হবে । সাধারণ সময় টিকিটের দাম স্বাভাবিক থাকবে বা কিছুটা কমিয়ে দেওয়া হবে ।
যেহেতু সাংহাই বিশ্ব মেলার স্থায়িত্ব মাত্র ছ'মাস , সেহেতু সাংহাই গণ সরকার বিশ্ব মেলার জন্য আলাদা কোনো হোটেল নির্মান করবে না ।পর্যটকদের মধ্যে যারা নানা কারণে সাংহাইয়ের হোটেলে থাকার সুযোগ পাবেন না সাংহাইয়ের নিকটবর্তী শহরে তাদের জন্য থাকার ব্যবস্থা করা হবে । জানা গেছে সাংহাই বিশ্ব মেলা চলাকালে হোটেলের খাটের ঘাটতি হবে ২লাখ। এক্সপ্রেস ওয়েতে বাসে করে সাংহাই এবং সু চৌ, উ সি, হাংচৌ ,ও চিয়া সিং শহরের মধ্যে আসা-যাওয়া করতে মাত্র তিন ঘন্টা সময় লাগে । এ সব শহরের হোটেলে সাংহাই বিশ্ব মেলার আংশিক দর্শকদের থাকার সুবন্দোবস্ত করা হবে বলে সাংহাই গণ সরকার আশ্বাস দিয়েছে ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |