|
সংবাদদাতা পেরেজকে সিআরআই'র হিব্রু ভাষার ওয়েবসাইট প্রদর্শন করছেন
২৩ সেপ্টেম্বর চীন আন্তর্জাতিক বেতারের হিব্রু ভাষা ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। ইসরাইলের প্রেসিডেন্ট পেরেজ আমাদের সংবাদদাতাকে দেয়া এক বিশেষ সাক্ষাত্কারে বলেছেন, এ ওয়েবসাইট প্রতিষ্ঠা শান্তি ত্বরান্বিত এবং দু'দেশের মধ্যকার যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে।
পেরেজ প্রথমে হিব্রু ভাষা ওয়েবসাইটের প্রতি তাঁর শুভ কামনা প্রকাশ করেন। তিনি সিআরআই অনলাইনের সাফল্যও কামনা করেন।
পেরেজ মনে করেন, চীনের হিব্রু ভাষা ওয়েবসাইটের প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে। তিনি বলেন, 'আমি মনে করি, এ ওয়েবসাইট হচ্ছে চীনের সমঝোতা, সুষম প্রচার, শান্তিময় আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠার কতগুলো প্রয়াসের অন্যতম। যদিও আমাদের দেশ বড় নয়, তবুও এর সুদীর্ঘ ইতিহাস রয়েছে। ইতিহাসের দিক থেকে আমরা চীনের খুব কাছে বলে মনে হয়। সিআরআই'র হিব্রু ভাষার ওয়েবসাইট চালু আমাদের একটি সুখবর। আমি চীন সরকারকে আমাদের দু'দেশের মধ্যে যোগাযোগের এক নতুন ব্যবস্থা স্থাপনের জন্য ধন্যবাদ জানাই।'(ইয়ু কুয়াং ইউয়ে)
পেরেজ ও সিআরআই'র সংবাদদাতা
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |