|
বাংলাদেশের গোপালগনজি জেলার লিপোন স্মিরিটি রেডিও লিসেনার্স ক্লাবের প্রেসিডেন্ট বি,এম,ফোইয়াসাল আহমেদ জানতে চেয়েছেন, চীনে সবচেয়ে বেশি উত্পাদিত খাদ্যশস্য কি কি? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীন একটি বড় দেশ বলে নানা স্থানের জলবায়ুও ভিন্ন। সেজন্য বিভিন্ন স্থানে বিভিন্ন সবচেয়ে বেশি উত্পাদিত খাদ্যশস্য রয়েছে। দক্ষিণ চীনের সবচেয়ে বেশি উত্পাদিত খাদ্যশস্য হল ধান এবং উত্তর চীনে সবচেয়ে বেশি উত্পাদিত খাদ্যশস্য হল গম।
বাংলাদেশের চাঁপাই নবাবজন্ঞ্জ জেলার বরেন্দ্র বেতার শ্রোতা সংঘের মাস্টার আব্দুল মান্নান জানতে চেয়েছেন, চীনে কতটি কৃষি বিশ্ববিদ্যালয় আছে? আপনার জবাব হচ্ছে, চীনের নানা স্থানের প্রচুর কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। কিন্তু চীনের শ্রেষ্ঠ কৃষি বিশ্ববিদ্যালয় হল চীনের কৃষি বিশ্ববিদ্যালয়। ১৯৪৯ সালে পেইচিং বিশ্ববিদ্যালয়ের কৃষি একাডেমি, ছিহুয়া বিশ্ববিদ্যালয়ের কৃষি একাডেমি ও হুয়াপেইচিং বিশ্ববিদ্যালয়ের কৃষি একাডেমি নিয়ে সংগঠিত হয়ে চীনের কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। চীনের রাষ্ট্রীয় পরিষদ ১৯৫৪ সালে চীনের কৃষি বিশ্ববিদ্যালয়কে চীনের সবচেয়ে ছয়টি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের নাম তালিকায় ও ১৯৮৪ সালে চীনের সবচেয়ে গুরুত্ব দেয়ার দশটি বিশ্ববিদ্যালয়ের নাম তালিকায় অর্ন্তর্ভূক্ত করেছে। এছাড়াও, চীনের আরো বেশি ভাল কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। যেমন, হুয়ানান কৃষি বিশ্ববিদ্যালয়, হুয়াচং কৃষি বিশ্ববিদ্যালয়, সিনান কৃষি বিশ্ববিদ্যালয় ও নানচিং কৃষি বিশ্ববিদ্যালয় ইত্যাদি।
বাংলাদেশের বাগেরহাট জেলার তুষার রায় রনি জানতে তিনটি প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন হল চীনে গরমের মতো সর্বোচ্চ কত ডিগ্রী হয়ে থাকে? ওখানে কি খুব হাওয়া হবে? আপনার জবাব হচ্ছে, চীন আসলে একটি বড় দেশ। সেজন্য নানা স্থানে নানা ধরণের জলবায়ু রয়েছে। চীনের সবচেয়ে দক্ষিণাঞ্চলে গ্রীষ্মকালীনে খুবই গরম। তার সর্বোচ্চ তাপমাত্র হবে ৪০ডিগ্রী। কিন্তু সাধারণত খুবই গরমের স্থানে বড় হাওয়া নেই। চীনের সবচেয়ে উত্তরাঞ্চলে গ্রীষ্মকালীনে বেশি গরম না। তার সর্বোচ্চ তাপমাত্র ২৫ডিগ্রীরেরও কম। চীনের খুনমিং শহর বসন্তকালী শহর বলে পরিচিত। এ শহরের সারা বছরের গড়পড়তা তাপমাত্র প্রায় ১৫ডিগ্রী। সবচেয়ে গরম সময়ে তার গড়পড়তা তাপমাত্র প্রায় ১৯ডিগ্রী এবং সবচেয়ে শীত সময়ে তার গড়পড়তা তাপমাত্র প্রায় ৭.৬ডিগ্রী। আপনার দ্বিতীয় প্রশ্ন হল হোয়াংহো নদীর বর্ণনা জানতে চান। আপনার প্রশ্নের জবাব হচ্ছে, হুয়াংহো নদী চীনের দ্বিতীয় বৃহত নদী, এর মোট দৈর্ঘ্য হলো ৫৪৬৪ কিলোমিটার। হুয়াংহো নদীর অববাহিকার পশুচারণ ভূমি বেশ উবর। খনিজপদার্থ সমৃদ্ধ, ইতিহাসে অববাহিকাটি চীনের প্রাচীনতম সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ উত্স।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |