Web bengali.cri.cn   
কাতারের জাতীয় দিবস(ছবি)
  2009-11-02 14:29:15  cri

৩ সেপ্টেম্বর হচ্ছে কাতারের স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। কিন্তু ২০০৮ সালে কাতার সরকার জাতীয় দিবসকে বদলানোর সিদ্ধান্ত নিয়েছে। ১৮৪৬ সালের ১৮ ডিসেম্বর থানি বিন মোহাম্মদ আমিরাত প্রতিষ্ঠার সময় কাতারের জাতীয় দিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে। ফলে কাতারের ইতিহাসকে ৩৭ বছর থেকে হঠাত্ ১৬২ বছর বাড়িয়ে দিয়েছে।

জাতীয় দিবস নতুন করে নির্ধারনের পর কাতারের রাস্তার বিজ্ঞাপনের সাইনবোর্ড, টেলিভিশন ও পত্রপত্রিকায় সবই নতুন প্রচার ছবি আবির্ভুত হয়েছে। আরবী ঐতিহ্যবাহী পোশাক পড়া একজন আরোহী উটের ওপরে বসে আছে। এ ছবি দিয়ে ১৮৪৬ সালে কাতার আমিরাত প্রতিষ্ঠাতা –থানি বিন মোহাম্মদকে স্মরণ করে। এ ছবির পাশে আরবী ভাষায় লেখা আছে '২৮ ডিসেম্বর –জাতীয় দিবস'।

তা ছাড়া নতুন জাতীয় দিবস ঘনিয়ে আসলে কাতার সরকার ১ লাখ ছোট জাতীয় পতাকা তৈরি করে দোকানপাটে, পেট্রোল পাম্প ও স্কুলসহ নানা জায়গায় বিনা খরচে বিতরন করে। গত বছরের শেষ দিকে কাতারের রাস্তায় প্রায়শই দেখা যায়, গাড়িতে কাতারের পতাকা লাগানো আছে। জানা গেছে, এ তত্পরতা বিশেষ করে যুবকদের সমাদর পেয়েছে। তাদের মধ্যে কেউ কেউ সক্রিয়ভাবে ছোট জাতীয় পতাকাকে অপরিচিত লোককে উপহার দেন এবং নতুন জাতীয় দিবসের প্রচার করেন। (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040