Web bengali.cri.cn   
চীনের ১১তম জাতীয় গেমস থেকে চীনের ক্রিড়া জগতের উন্নয়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা
  2009-10-30 17:47:41  cri

 

গত ১৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চীনের শাংতুং প্রদেশের রাজধানী চিনানে চীনের ১১তম জাতীয় গেমস অনুষ্ঠিত হয়েছে।

এবারের গেমসে মোট ১০৯০০ জন খেলোয়াড় ৩৩টি বিভাগের ৩৬২টি ইভেন্টের ৩৮১টি স্বর্ণ পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

অংশগ্রহণকারী খেলোয়াড়ের সংখ্যার দিক থেকে জাতীয় গেমসের ইতিহাসে এ সংখ্যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এবারের গেমসে কয়েক জন খেলোয়াড় বিশেষ মর্যাদাও অর্জন করেছেন।

তারা হচ্ছেন ২০০ মিটার বাটারফ্লাই সাঁতারের চ্যাম্পিয়ন লিউ চি গে, ১১০ মিটার হার্ডল্স চ্যাম্পিয়ন লিউ সিয়াং, চারটি স্বর্ণপদক অর্জনকারী টেনিস খেলোয়াড় ফাং শুয়েন আর তিনটি স্বর্ণপদক অর্জনকারী সাঁতারু চাং লিন।

এ ছাড়াও এ তালিকায় আরো অনেকে রয়েছেন।

মুক্ত মন, মুক্ত চিন্তা আসরে আ. বা. ম ছালাউদ্দিন, চিয়াং চিন ছেন আর ইয়ু কুয়াং ইউয়ে চীনের ১১তম জাতীয় গেমস থেকে চীনের প্রথম অলিম্পিক গেমসের অংশগ্রহণকারী খেলোয়াড় লিউ ছাং ছুনের গল্প আর চীনের গণ ক্রিড়া উন্নয়নের দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040