Web bengali.cri.cn   
নয়া চীন প্রতিষ্ঠা
  2009-10-30 09:44:47  cri








"নয়া চীন প্রতিষ্ঠা" চলচ্চিত্রের মূল বিষয়:

এ চলচ্চিত্রে ১৯৪৫ সালে জাপানের আক্রমণের বিরুদ্ধে যুদ্ধ শেষ থেকে ১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠার আগে এ চার বছরে সংঘটিত ধারাবাহিক কাহিনী বর্ণনা করা হয়েছে । চলচ্চিত্রটিতে চীনের প্রথম রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রস্তুতিমূলক কাজকে কেন্দ্র করে নয়া চীন প্রতিষ্ঠার পূর্বে তখনকার পরিস্থিতির প্রতিফলন ঘটিয়েছে। এ চলচ্চিত্রের পরিচালক হুয়াং চিয়েন সিন বলেন , চলচ্চিত্রটিতে আগেকার সংশ্লিষ্ট চলচ্চিত্রের তুলনায় অনেক নতুন কাহিনী ও বিষয় সংযুক্ত করা হয়েছে । যাতে দর্শকরা আরো অনেক অজানা ঘটনা এ চলচ্চিত্রে অনুভব করতে পারেন । এর মধ্যে রয়েছে কুও মিন তাং পার্টির তখনকার চেয়ারম্যান চিয়াং চিয়ে শিকাই শেক ও তার ছেলে চিয়াং চিং কুওয়ের ভূমিকায় অভিনয় ।

"নয়া চীন প্রতিষ্ঠা" চলচ্চিত্রের তৈরির কাজ ২০০৯ সালের ২ ফেব্রুয়ারী পেইচিংয়ের হুয়াই রৌয়ে অবস্থিত রাষ্ট্রীয় চলচ্চিত্র ডিজিটাল তৈরি কেন্দ্রে শুরু হয় । পরিকল্পনা অনুযায়ী ৩ মাসের তৈরি কাজ মে মাসে শেষ হয় এবং পেইচিং , থিয়েন চিন , সাংহাই ও নান চিংসহ বিভিন্ন শহরে চিত্রগ্রহণ করা হয় ।

"নয়া চীন প্রতিষ্ঠা" অর্থাত্ "চিয়ান কুও তা ইয়ে" নামে এ চলচ্চিত্র হলো নয়া চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী অর্থাত্ চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপন এবং সম্মানের জন্য তৈরি একটি চলচ্চিত্র । এ চলচ্চিত্র পুনরায় চীনের কমিউনিস্ট পার্টি ও কুও মিন তাং পার্টির সহযোগিতা এবং রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রতিষ্ঠান এ ঐতিহাসিক ঘটনা দর্শকদের দেখিয়েছে । এ চলচ্চিত্রে চীনের চলচ্চিত্র মহলের অধিকাংশ নামকরা তারকারা অংশ নিয়েছেন । এ চলচ্চিত্রকে চীনের চলচ্চিত্র তারকাদেরর একটি কুজকাওয়াজ হিসেবে গণ্য করা হয় । (শুয়েই ফেই ফেই)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040