|
চীনের প্রথম চলচ্চিত্র 'ডিজুনশান'
১৯০৫ সালে পেইচিংয়ের ফাংথাই ফটো স্টুডিওতে 'ডিজুনশান' নামে চীনের প্রথম চলচ্চিত্র তৈরি হয়। চীনের পিকিং অপেরার বিখ্যাত শিল্পী থান সিন পেইয়ের ৬০তম জন্ম বার্ষিকীর বিশেষ স্মৃতিকে ধরে রাখার জন্য তাঁর ওপর পিকিং অপেরার অংশ বিশেষ নিয়ে তখন এ চলচ্চিত্র নির্মিত হয়। সেদিনের সেই যাত্রা শুরু থেকে এ পর্যন্ত চীনের চলচ্চিত্রের তার একশ'রও বেশি বছর পার করে দিয়েছে।
বর্তমানে আন্তর্জাতিক চলচ্চিত্র ক্ষেত্রে চীন বিশেষ মর্যাদার আসলে অধিষ্টিত হয়েছে। চীনের চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা এবং কলাকৌশলীরাও আন্তর্জাতিক মঞ্চে যথেষ্ট সুনাম কুড়িয়েছে।
চীনের চলচ্চিত্রের পরিচালক চা ঈ মো
২৩ অক্টোবর আ বা ম ছালাউদ্দিন, ইয়ু কুয়াং ইউয়ে ও চিয়াং চিন ছেন স্টুডিওতে বসে একসাথে চীনের চলচ্চিত্রের অতীত ও বর্তমান নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। এ অনুষ্ঠানে এখন শুনুন তাদের কথাগুলো।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |