Web bengali.cri.cn   
বাংলাদেশী ছাত্র মোহাম্মদ রাজিবর হকের চোখে চীন(ছবি)
  2009-09-23 14:37:29  cri

মোহাম্মদ রাজিবর হক  থো ইয়ুন ফাংকে সাক্ষাত্কার দিচ্ছেন

 ২০০৯ সালের ১ অক্টোবর হবে চীন গণ প্রজাতন্ত্রের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী। গত ৬০ বছরে চীনের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক নির্মাণ কাজে লক্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে।

চীনের বহুমুখী রাষ্ট্রীয় শক্তি জোরদারের পাশাপাশি অনেক বিদেশী বন্ধু ক্রমাগতভাবে চীনে কাজ, লেখাপড়া ও ভ্রমণ করতে এসেছেন। বর্তমানে চীনে অধ্যয়ণরত বাংলাদেশী ছাত্র মোহাম্মদ রাজিবর হক তাদের মধ্যে একজন। সম্প্রতি আমাদের আমন্ত্রণে তিনি সিআরআই এসেছেন এবং আমাদের সংবাদদাতা থোং ইয়ুন ফাংকে এক সাক্ষাত্কার দিয়েছেন।

সাক্ষাত্কারে তিনি চীনে লেখাপড়া ক্ষেত্রের সুযোগসুবিধা, দৈনিক জীবনে তাঁর সম্মুখীন সমস্যা, চীনা ভাষা শেখার বিশেষ অভিজ্ঞতা, তাঁর মতে পেইচিংয়ের পরিবর্তন এবং তাঁর অবসর জীবনসহ নানা বিষয়ে মন খুলে প্রশ্নের উত্তর দিয়েছেন।

তাঁর কথা শুনে আপনারা চীন সম্বন্ধে আরো বেশি ধারণা পাবেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040