v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীন গণ প্রজাতন্ত্রের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি সম্মিলনী অনুষ্ঠান
2009-10-21 19:56:20

গোটা সম্মিলনী অনুষ্ঠানের চারটি অংশ অন্তর্ভুক্ত। এ অনুষ্ঠানের সূচনা সংগীত হচ্ছে 'আমার মাতৃভূমি'। প্রথম অংশ ছিল 'এই মহান স্বদেশ'। দ্বিতীয় অংশ ছিল 'আমার বড় হওয়ার জায়গা'। তৃতীয় অংশ ছিল 'এ বিস্তীর্ণ মাটিতে' আর চতুর্থ অংশ ছিল 'সব দিকে উজ্জ্বল সূর্যালোক ভরা'।

অনুষ্ঠানের প্রথম অংশ 'এ মহান স্বদেশের' প্রসঙ্গ ছিল বিভিন্ন জাতির জনগণের সপরিবারে একসাথে অগ্রগতি। 'আমরা চীনকে ভালোবাসি', 'আমাদের স্বদেশ হচ্ছে ফুলের বাগান', 'প্র্রশংসার গান', 'মুক্ত কৃতদাস গান গায়' ও 'আলি পাহাড়ের মেয়ে'সহ নানা সংগীতের মধ্যে 'আলোক কিউব' প্রস্ফুটিত পিয়নী ফুল আর লালচে চীনা বন্ধন দেখিয়েছে। তা দিয়ে চীনের ৫৬টি জাতির জনগণ সম্প্রীতিমূলক সহাবস্থান এবং সুষম উন্নয়নের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। বিভিন্ন জাতির জনগণ জাতিগত উত্সবের পোশাক পড়ে সুরের সঙ্গে নাচ করেন এবং প্রিয় মাতৃভূমির প্রতি তাঁদের শুভ কামনা করেন।

হুনান থেকে আসা তোং জাতির দর্শক চাং সিয়া বলেন, 'স্বদেশের শক্তিশালী হচ্ছে জনগণ ও জাতির সৌভাগ্য। আমাদের জাতি অবশ্যই আরো শক্তিশালী হবে। আমাদের সংখ্যালঘু জাতির স্বদেশবাসীরা এর জন্য গর্ব বোধ করেন। আমি বিশ্বাস করি, বিভিন্ন জাতির মধ্যে সংহতি হলে অবশ্যই অভিন্ন সমৃদ্ধি হবেই। আমরা একসাথে স্বদেশের দীর্ঘজীবন কামনা করি।'

অনুষ্ঠানের দ্বিতীয় অংশ 'আমার বড় হওয়ার জায়গা'র শুরুতে ১ অক্টোবর জন্মগ্রহণ করা একজন ছয় বছর বয়সী ছোট মেয়ে সাদা কাগজে একটি সুখ, শান্তি ও ভরসার প্রতীক কবুতর আঁকা, আলোক কিউবের সঙ্গে সঙ্গে বিরাট আকারের একটি সাদা কবুতর উড্ডয়নের সুন্দর ছবি প্রদর্শন করা হয়।

এখন আপনারা 'আজ তোমার জন্মদিন' নামে গানটি শুনছেন। বিখ্যাত পিয়ানোবাদক লাংলাং এ গানের সঙ্গে পিয়ানো বাজিয়েছেন। থান চিং ও লিও ছাং ইয়ো এ গান গেয়েছেন। সাত রংয়ের আতশবাজি এক একটি রংধনু রাতের আকাশে উড়েছে। তা দিয়ে জনগণ স্বদেশ সমৃদ্ধ হওয়ার কামনা প্রকাশ করে।

ঔ ছোট মেয়ে শান্তির কবুতর আঁকার পর আলোক কিউবের ওপরে আতশবাজি দিয়ে 'সুন্দর বাড়ির' ছবি দেখানো হয়েছে। প্রথমে একটি মরুভূমির দৃশ্য, তারপর সবুজ ঘাস উঠেছে, এরপর সূর্য উঠে হেসেছে, সুন্দর রংধনু উঠে মানুষ হেসেছে।

বন্ধুরা, এখন আপনারা চীনের রাজধানী পেইচিংয়ে আয়োজিত চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষে সম্মিলনী অনুষ্ঠানের অংশ বিশেষের রেকর্ডিং শুনছেন।

1 2 3
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China