বিশ্বের বেশ কিছু দেশে গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে কুচকাওয়াজ আয়োজন করা হয় । তিনি বলেন , চীন যে কুচকাওয়াজের আয়োজন করেছে , তার উদ্দেশ্য শক্তি প্রদর্শন নয় । চীনের সেনাবাহিনীর দেশের সার্বভৌমত্ব , নিরাপত্তা ও ভূভাগীয় অখন্ডতা রক্ষা তেমনি বিশ্ব শান্তি রক্ষার একটি শক্তিশালী শক্তি ।

কুচকাওয়াজ একপ্রকার সামরিক স্বচ্ছতা । তাতে যেমন আন্তর্জাতিক সামরিক শক্তি তেমনি স্বদেশের জনগণের জন্যও স্বচ্ছতা দেখানো যায় ।

বলা যায় , একটি দেশের সামরিক প্রযুক্তির প্রগতির পেছনে এ দেশের সার্বিক শক্তির উন্নতি ফুটে ওঠে । সুতরাং ১লা অক্টোবর থিয়ান আন মেন মহাচত্বরের উদযাপনী তত্পরতার তাত্পর্য আরো সুদূরপ্রসারী । এবারের বিশাল কুচকাওয়াজ ১ বিলিয়নেরও বেশি নাগরিকের উদ্দীপনা উদ্বুদ্ধ করেছে । এতে চীনের জনগণের দেশপ্রেমিক চেতনা আরো বেশি বেড়ে যাবে । (থান ইয়াও খাং) 1 2 3 4 5 |