নয়া চীনের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উদযাপনী অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য তিনি খুব আনন্দ ও গৌরব বোধ করেছেন । কারণ গত কয়েক বছরে মাতৃভূমির ব্যাপক উন্নতি হয়েছে । চীন আরো বেশি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন । তিনি বিশ্বাস করেন , বিশ্ব শান্তি ও পরিবেশ সুরক্ষা এবং বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারেও চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।

১৯৪৯ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত চীন বিশাল সাফল্য অর্জন করেছে ।
নয়া চীন প্রতিষ্ঠার প্রথম দিকে চীন একটি অনুন্নত কৃষিপ্রধান দেশ ছিল । তখন চীন একটি মোটরগাড়িও তৈরি করতে পারতো না । গত ৬০ বছরে বিকাশের মাধ্যমে চীন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক গোষ্ঠীতে পরিণত হয়েছে ।

চীনের সামরিক বিশেষজ্ঞ তেই স্যু বলেন , ১৯৪৯ সালে যারা কুচকাওয়াজে অংশ নেন , তারা এইমাত্র রণক্ষেত্র থেকে ফিরে এলেন । তারা কুচকাওয়াজের কোন আনুষ্ঠানিক নিয়মকানুনও জানতে না । অন্য দিকে তখনকার সব অস্ত্র চীনের নিজের তৈরি ছিল না , চীনের সামরিক কারখানায় শুধু রাইফেল তৈরি করা হতো । কুচকাওয়াজে প্রদর্শিত সব অস্ত্র রণক্ষেত্র থেকে উদ্ধার করা হতো ।

1 2 3 4 5 |