v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল কুচকাওয়াজ ও জনসাধারণের শোভাযাত্রা
2009-10-01 20:51:13

থিয়ান আন মেন মহাচত্বরের কুচকাওয়াজ ও জনসাধরণের শোভাযাত্রা হচ্ছে যেমন নয়া চীনের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তেমনি সব চীনের জনগণের জন্য একটি বিশাল উদযাপনী তত্পরতার কার্যক্রম ।

থিয়ান আন মেন মহাচত্বরে জাতীয় দিবস উপলক্ষে উদযাপনী তত্পরতা দেখা ছিল চীনা নাগরিকদের জন্য নিঃসন্দেহে একটি সুখের ব্যাপার । উদযাপনী অনুষ্ঠান দেখার জন্য থিয়ান আন মেন সিংহদ্বারের এক পাশের মঞ্চে উপস্থিত চীনের রাষ্ট্রীয় পরিষদের একজন কর্মকর্তা ওয়েই চিং সেন কুচকাওয়াজে প্রদর্শিত চীনের শক্তিশালী প্রতিরক্ষা শক্তির জন্য গৌরব বোধ করেছেন ।

নয়া চীনের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত উদযাপনী অনুষ্ঠানে তিনিও কুচকাওয়াজ দেখেছেন । তখনকার সময়ের তুলনায় চীনের সেনাবাহিনীর সাজ-সরঞ্জাম ও ব্যবস্থা অনেক উন্নত হয়েছে । এ থেকে বোঝা যায় , চীনের গণ মুক্তি ফৌজ শক্তিশালী , নির্ভরশীল। তারা দেশকে রক্ষা করতে সক্ষম । বিশ্ব শান্তি রক্ষার ব্যাপারেও তারা একটি নির্ভরযোগ্য শক্তি ।

এ দিন চীনের আরো বেশি জনসাধারণ টেলিভিশন , বেতার ও ওয়েবসাইটের মাধ্যমে থিয়ান আন মেন মহাচত্বরের উদযাপনী অনুষ্ঠান বিষয়ক সরাসরি সম্প্রচারের অনুষ্ঠান দেখেছেন বা শুনেছেন । পেইচিংয়ের একটি বিভাগীয় দোকানে পেইচিং নাগরিক লি তে ইয়্যু কুচকাওয়াজ ও শোভাযাত্রা দেখছেন । তিনি সংবাদদাতাকে বলেন ,

এবারের উদযাপনী অনুষ্ঠান চমত্কার হয়েছে । এটা বিপুলভাবে চীনের জনগণের উদ্দীপনা উদ্বুদ্ধ করেছে । কুচকাওয়াজে যে সব সাজ-সরঞ্জাম দেখা গেছে , তাতে চীনের সর্বাধুনিক ও হাইটেক প্রযুক্তি তুলে ধরা হয়েছে । এটা বিশ্বের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে । চীনের উদ্দীপনাও অনেক বেড়েছে ।

মাতৃভূমির সমৃদ্ধির জন্য বিদেশে বসবাসকারী স্বদেশীয় চীনারাও উদ্দীপ্ত হয়ে উঠেছেন । কানাডায় বসবাসকারী চীনা স্বদেশীয় ছেন উয়ান হুয়া নয়া চীনের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উদযাপনী তত্পরতায় অংশ নিয়েছিলেন । এবারের উদযাপনী অনুষ্ঠান দেখার জন্য তিনিও আমন্ত্রিত ।


1 2 3 4 5
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China