v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
হোয়াইথাং: সাংহাই শহরের প্রতিচ্ছবি
2009-09-04 22:25:49

২০০৮ সালের ফেব্রুয়ারিতে হোয়াইথাংয়ের ইয়ানআন বড় রাস্তার কিছু অংশ ভেঙ্গে যায়। একশত বছরের পুরানো পাইদু সেতুটি জাহাজ কারখানায় মেরামত করা হয়েছে। এর মধ্য দিয়েই হোয়াইথাংয়ের পুণর্নির্মানের কাজ শুরু হয়। দু বছরের মধ্যে হোয়াইথাংয়ের পুণর্নির্মানের কাজ শেষ হয়। নতুন হোয়াইথাংয়ের সড়কটি হোয়াংপুচিয়াং নদী থেকে প্রায় আসি মিটার দূরে প্রসারিত। এ রাস্তাটিতে আগের চারটি গাড়ি পাশাপাশি চলাচল করত, এখন দশ গাড়ি পাশাপাশি চলাচল করতে পারে । নদীর পারে ২০ মিটার এলাকায় গাছ রোপণ করা হয়। হোয়াইথাং পার্কে সাংহাইয়ের গণ বীরদের স্মৃতিসৌধ নির্মান করা হবে। হোয়াইথাংয়ের কেন্দ্রস্থলে "কনসার্ট মঞ্চ" তৈরি করা হবে। হোয়াইথাংয়ের স্থাপত্যগুলোতে সুন্দর সুন্দর আলোক সয্যার ব্যবস্থা করা হয়েছে। ২০১০ সালের বিশ্ব মেলা এখানেই অনুস্ঠিত হবে।

হোয়াইথাংয়ের পরিবর্তন সাহাই শহরের ৬০ বছরের অগ্রগতির স্বাক্ষী।

1 2 3 4
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China