v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
হোয়াইথাং: সাংহাই শহরের প্রতিচ্ছবি
2009-09-04 22:25:49

১৮৪৬ সালে পাশ্চাত্যের লোকজন পাইদু সেতু থেকে চিংলিংয়ের মধ্যে 'বান্ড' নামে একটি সড়ক তৈরি করে। এ অঞ্চলের চীনা নাম হোয়াইথাং। এখানে বিদেশের ব্যবসায়ীরা বাণিজ্য প্রতিষ্ঠান ও সংবাদপত্রের অফিস খুলেছেন। এক শতাব্দীর মধ্যে মাত্র ১৫০০ মিটার দীর্ঘ নদীর তীরে ব্রিটেনসহ বিভিন্ন দেশের স্থাপত্যের অনুকরণে এবং ৫২টি বৈশিষ্ট্যময় স্থাপত্য গড়ে উঠেছে।

আজ থেকে ৬০ বছর আগে অর্থাত্ ১৯৪৯ সালের ১ জুন, সাংহাইয়ের হোয়াইথাং শুল্ক দফতরের ওপর থাকা ঘড়ির সময় ১ ঘন্টা পিছিয়ে দেয়া হয়। সাংহাই পেইচিংয়ের সময়ের সঙ্গে নিজের সময়কে এক করে নেয়। ১৯৪৯ সালে স্বাধীনতার পর পরই হোয়াইথাংয়ে চীনের কমিউনিষ্ট পার্টির সাংহাই কমিটি, সাংহাইয়ে স্থানীর সরকার এবং বিভিন্ন প্রশাসনিক সংস্থা গঠিত হয়। এ সময় থেকেই এ স্থানটি হোটেল ও দোকান পাটসহ ব্যবসায়ীক কেন্দ্রে পরিনত হতে থাকে।

1 2 3 4
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China