
গত শতাব্দীর নব্বইয়ের দশকে সাংহাই নদীর অপর পারে পুতুং এলাকায় অবকাঠামো নির্মানের কাজ শুরু করে। ১৯৯৪ সালের পর সাংহাই পৌর সরকার তার নতুন পরিকল্পনা অনুযায়ী আন্তজাতিক আর্থিক সংস্থাগুলোকে পুনরায় হোয়াইথাংয়ে ফিরে আসার অনুমতি দেয়। ১৯৯৫ সালের ১ জুলাই চীনের কমুনিষ্ট পার্টির সাংহাই কমিটি ও সাংহাইর পৌর সরকারের অফিসভবন হোয়াইথাং থেকে সরে যায়।
হোয়াইথাং ও পুতুং নদীর দু'তীরে অবস্থিত। পুতুং ছিল তখন একটি সৈকত এলাকা। এখন পুতুংয়ের লুজাচুই ব্যবসা বানিজিক অঞ্চলে পরিণত হয়েছে। হোয়াইথাং সাংহাই শহরের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরো সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।
1 2 3 4 |