কণ্ঠশিল্পী থান চিং
সাংস্কৃতিক অনুষ্ঠানে যুব গায়িকা থান চিং আবেগাপ্লুত কণ্ঠে নতুন গান 'যৌবন চীন' গেয়েছেন। এ গানটি বিশেষ করে চীনের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রচিত হয়েছে। তা শুনে নয়া চীনের বিশাল হৃদয়ের কথা ও উজ্জ্বল ভবিষ্যতকে অনুভব করা যায়। গানের কথা এমন, 'বিশাল একটি ড্রাগন নীল আকাশে উড়ছে। ছুমোলোংমা শৃঙ্গ তৃষার ঢাকা, চায়ের সুগন্ধ নদনদী ও পাহাড়ে ছড়িয়ে যাচ্ছে। রেশম দিয়ে হাজার হাজার মাইল জুড়ে রঙিন ফিতার বন্ধন আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে নদী, হ্রদ ও সাগরে। উষ্ণ রোদের নিচে যৌবন প্রজন্ম বড় হয়ে যায়। সুষম সমাজে বসন্তকালের বাতাস হচ্ছে।'
চীনের নারী ও শিশু তহবিলের নির্বাচিত 'দাতব্য তারকা' থান চিং নিখুত গান পরিবেশনের পাশাপাশি দাতব্য কাজেও মনোযোগ দেন। যুব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি আশা প্রকাশ করে বলেছেন, 'বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবচেয়ে প্রাণচঞ্চল। তারা হচ্ছে আমাদের ভরসা। আমি আশা করি, তারা তাদের লেখাপড়ার জীবনের প্রতি যত্ন নেবে, লেখাপড়ার পাশাপাশি আরো বেশি সাংস্কৃতিক গুণাবলির উন্নতি করবে। '
বন্ধুরা, অনুষ্ঠানের শেষে শুনুন গিয়াকোমো পুসিনির গীতিনাট্য 'তোস্কার' অংশবিশেষ 'তারার উজ্জ্বল আলো'। চীনের যুব কণ্ঠশিল্পী দাই সিয়াও পিং গানটি গেয়েছেন। তিনি ১৯৯৪ সালে লিসিয়া আলবানিস আন্তর্জাতিক কণ্ঠসঙ্গীত প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিজয়ী এবং ১৯৯৫ সালে নিউইয়র্ক যুব কণ্ঠ শিল্পীদের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী। (ইয়ু কুয়াং ইউয়ে) 1 2 3 |