v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সুবিদিত বিশ্ববিদ্যালয়ের রাত ও যৌবনের মৃদুহাস্য
2009-08-12 17:30:25

 সম্প্রতি চীনের দ্বিতীয় আন্তর্জাতিক যুব শিল্পকলা সপ্তাহ পেইচিংয়ের শতাব্দী থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে। দেশ বিদেশ থেকে আসা যুব ছাত্রছাত্রী ও শিল্পীরা পেইচিংয়ের দর্শকদের জন্য 'সুবিদিত বিশ্ববিদ্যালয়ের রাত ও যৌবনের মৃদুহাস্য' শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছেন।

ফিগারোর বিয়ে

আপনারা এখন সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম সংগীত 'ফিগারোর বিয়ে' শুনছেন। 'ফিগারোর বিয়ে' হচ্ছে অস্ট্রেলিয়ার সুরকার মোজার্তের বিখ্যাত সুরলহরী। পেইচিং বিশ্ববিদ্যালয়ের সিমফনি অর্কেস্ট্রার পরিবেশনায় প্রকৃতির আমেজ মেশানো প্রাণবন্ত ও নিখুঁতভাবে এ হাসির সংগীতে সুরলহরীর রীতিনীতির প্রতিফলন ঘটেছে।

চীনের আন্তর্জাতিক যুব শিল্পকলা সপ্তাহ হচ্ছে চীনে প্রথমবারের মত যুবকদের নিয়ে গঠিত বিরাট আকারের সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি। এর উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন দেশের যুবকদের সাংস্কৃতিক পরিবেশনা ও বিনিময়ের মঞ্চ প্রতিষ্ঠা করা। চীনের দ্বিতীয় আন্তর্জাতিক যুব শিল্পকলা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যৌবনের প্রচণ্ড আবেগ, স্বপ্ন, আধুনিকতাসহ নানা উপাদান অন্তর্ভুক্ত ছিল। বৃটেনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড কনসার্ভেটরী অব মিউজিক, পেইচিং বিশ্ববিদ্যালয়, ছিংহুয়া বিশ্ববিদ্যালয় এবং নানচিং শিল্পকলা ইনস্টিটিউটসহ দেশি-বিদেশি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পেইচিংয়ে সম্মিলিত হয়ে চমত্কার নৃত্য, গান, সিমফনি, যাদুবিদ্যা ও উসুসহ শিল্পকলার স্বস্ব ক্ষেত্রে নিজেদের অভিজ্ঞতালব্ধ মার্জিত আচার-আচরণ প্রদর্শন করেছেন।

শ্রোতাবন্ধুরা, এখন আপনারা পাঁচ মহাদেশ থেকে আসা কয়েকজন যুবকের গাওয়া 'পাঁচটি মহাদেশের গান গাই' এই গানটি শুনছেন। এ গায়কদের ত্বকের রং ভিন্ন, ভাষা ভিন্ন, ধর্ম ভিন্ন, কিন্তু 'শান্তি ও ভাব বিনিময়' এর ওপর তাঁদের একটি অভিন্ন আদর্শ আছে, তা হচ্ছে গানের মধ্য দিয়ে শান্তি, মৈত্রী ও আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেয়া। এটা ঠিক তাদের গানের কথার মতো, 'তোমার উত্সাহী দু'হাত বাড়িয়ে দাও, ছন্দের সঙ্গে মত করে হাত তুলে ধরেন। এ গান গেয়ে সবাই আনন্দ বোধ করেন। পাঁচটি মহাদেশের হাসিমুখগুলো তোমার মনে রেখে দিও। এ আনন্দময় সুর তোমার হৃদয় কি ছুঁয়ে গেছে? পাঁচটি মহাদেশের জনগণ আমাদের সঙ্গে আনন্দ উপভোগ করো।'

চীনের দ্বিতীয় আন্তর্জাতিক যুব শিল্পকলা সপ্তাহ চলাকালে বৃটেন, যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া, দক্ষিণ কোরিয়া ও চীনের ছাত্রছাত্রী ও যুব শিল্পীরা দশ বারোটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছেন। তা ছাড়া যুব শিল্পীদের প্রদর্শনী, প্রাসঙ্গিক এবং পরিবেশ সংরক্ষণ ফোরামসহ নানা কর্মসূচিও অনুষ্ঠিত হয়েছে।

1 2 3
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China