নানচিং শিল্পকলা ইনস্টিটিউটের ছাত্রীরা খুন অপেরা অভিনয় করছেন
আমন্ত্রিত একমাত্র পেশাগত শিল্পী দল হিসেবে হুপেই প্রদেশের লাইফাং জেলার থুচিয়া জাতির যুব শিল্পী দল উদ্বোধনী অনুষ্ঠানে হুপেই জাতিগত বিশ্ববিদ্যালয়ের শিল্পকলা ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের সঙ্গে থুচিয়া জাতির নৃত্য পরিবেশন করে। হুপেই জাতিগত বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তা মিঃ ওয়াং এক সাক্ষাত্কারে বলেছেন, 'আমি মনে করি, আমরা পেইচিংয়ের মতো এমন একটি আন্তর্জাতিক মঞ্চে এসে আমাদের থুচিয়া জাতির রীতিনীতি প্রদর্শন করেছি। এটা সত্যিই দুর্লভ সুযোগ। আমরা এ মঞ্চে আন্তর্জাতিক যুব বন্ধুদের কাছে থুচিয়া জাতির আদি নৃত্যের কলাকৌশলকে তুলে ধরেছি। তাঁরাও আমাদের থুচিয়া জাতির সংস্কৃতিকে অনুভব করতে পেরেছেন।'
মিঃ ওয়াং জানিয়েছেন, হুপেই প্রদেশের লাইফাং জেলা হচ্ছে চীনের সংখ্যালঘু জাতি থুচিয়া জাতি অধ্যুষিত অঞ্চলের মধ্যে অন্যতম। 'মাওগুস' হচ্ছে স্থানীয় প্রচলিত লোকনৃত্য। প্রতি বছর থুচিয়া জাতি পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় এ নৃত্য পরিবেশন করে থাকে। মঞ্চে যুব শিল্পীরা ঘাসের তৈরি কাপড় পড়ে আদিম মানবের চরিত্রে অভিনয় করার মাধ্যমে প্রকৃতি ও দেবতার প্রতি থুচিয়া জাতির পূর্বপুরুষের প্রার্থনার দিকটি তুলে ধরে।
এ বছর বৃটেনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ৮০০ বছর পূর্তি হয়েছে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় আনন্দচিত্তে চীনের শিল্পকলা সপ্তাহে অংশ নেয়ার আমন্ত্রণ গ্রহণ করেছে। তাঁরা প্রদীপ জ্বালিয়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ৮০০ বছরের গৌরবোজ্জ্বল প্রক্রিয়ার বর্ণনা করেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক লান লেসলি বলেছেন, 'যদিও ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের চীনের মতো সুদীর্ঘ ইতিহাস রয়েছে। তারপরও চীনের মতো আমাদেরও নিজেদের দৃষ্টিকে সুন্দর ভবিষ্যতের দিকে দিতে হবে।'
1 2 3 |