
চীনের বিশেষজ্ঞরা মনে করেন, " শক্তিশালী ক্রীড়ার দেশ বলতে কেবল পদকের সংখ্যা নয়, জনসাধারণের স্বাস্থ্যের গুণগতমান, ক্রীড়া বাজারের ব্যবস্থাপনা, ক্রীড়া উত্পাদনের বিকাশ সহ নানা পক্ষের বিষয়বস্তু থাকতে হবে। জনসাধারণের ক্রীড়ার উন্নয়নই হচ্ছে " শক্তিশালী ক্রীড়ার দেশের " একটি গুরুত্বর্পূণ লক্ষ্যমাত্রা।

এ থেকে বোঝা যায়, পেইচিং অলিম্পিক গেমসে চীনের ক্রীড়াবিদরা যে চমত্কার নৈপুণ্য দেখিয়েছেন তাতে " শক্তিশালী ক্রীড়ার দেশের নির্দেশনা হয়েছে। পেইচিং অলিম্পিক গেমসের পর চীনের ক্রীড়া শিল্প দ্রুত বিকশিত হয়েছে। একটি শক্তিশালী দেশ হওয়ার জন্য পেইচিং অলিম্পিক গেমস চীনের জন্য একটি মজবুত ভিত্তি স্থাপন করেছে।

পেইচিং অলিম্পিক গেমসের পর " অংশ গ্রহণ" সবচেয়ে গুরুত্বপূর্ণ ---এই অলিম্পিক চেতনা জনসাধারণের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। এখন অধিক থেকে অধিকতর লোক ক্রীড়া চর্চায় অংশ নিয়েছেন।
1 2 3 4 5 6 7 8 |