 পেইচিং অলিম্পিক গেমস অনুষ্ঠানের এক বছর পূর্ন হয়েছে। এখন চীনা জনগন আর অলিম্পিক গেমসে স্বর্ণ পদক অর্জনের খুশিতে মুখরিত নয়। তারা এখন পেইচিং অলিম্পিক গেমসের মাধ্যমে চীনের জন্য আনা পরিবর্তনের ওপর মনোযোগ দিতে শুরু করেছে। চীনের ক্রীড়া উন্নয়ন তরান্বিত করার ক্ষেত্রে পেইচিং অলিম্পিক গেমসের অবদানের যে পরিবর্তন হয়েছে তার ওপর চীনা জনগণের মনোযোগ খুব বেশী।

চীন একটি বড় ক্রীড়া দেশ , কিন্তু শক্তিশালী ক্রীড়া দেশ নয়। গত বছরের ২৯ সেপ্টেম্বর পেইচিং অলিম্পিক ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসের পর্যালোচনা প্রশংসা সভায় চীনের প্রেসিডেন্ট হু চিন থাও বলেন, পেইচিং অলিম্পিক গেমসের পর চীন বড় ক্রীড়ার দেশ থেকে শক্তিশালী ক্রীড়ার দেশের দিকে এগিয়ে যাবে।
1 2 3 4 5 6 7 8 |