২০০৮ সালে জেলায় স্থানীয় সরকারের উদ্যোগে উন্নত মানের দুধেল গাই পালনের কেন্দ্র নির্মাণ করা হয় । এ কেন্দ্রে হোলস্টেন নামক বেশ কিছু উন্নত মানের দুধেল গাই পালন করা হয়েছে । এ কেন্দ্র থেকে গ্রামবাসীরা কম দামে ৭০টিরও বেশি দুধেল গাই পেয়েছেন । আগের চেয়ে এ সব উন্নত মানের দুধেল গাইয়ের দুধ উত্পাদনের পরিমাণ তিন থেকে পাঁচ গুণ বেড়েছে । এতে গ্রামবাসীরা বেশি আয় করতে পারছে । এ জেলার কৃষি ও পশুপালন কোম্পানির কর্মকর্তা হো সু পিন বলেন , এ সাফল্য লাভের মূলে রয়েছে জনগণকে দেয়া স্থানীয় সরকারের অগ্রাধিকার ভিত্তিকসুযোগ সুবিধা ।
গত কয়েক বছরে নাই তুং জেলায় ব্যাপকভাবে রসুন চাষের একটি অভিযান চালানো হয়েছে । নিয়ম অনুযায়ী কৃষকরা যত বেশি রসুন চাষ করবেন , তত বেশি দুধেল গাই পাবেন । প্রতি ০.২ হেক্টর জমির জন্য ভর্তুকী হিসেবে একটি দুধেল গাই দেয়া হচ্ছে ।
নাই তুং জেলায় উন্নত মানের রসুন উত্পন্ন করা হয় । এ সব রসুন দেশ-বিদেশে বিক্রি করা হয় । সরকারের সুযোগ সুবিধার নীতি অনুযায়ী রসুন চাষের সঙ্গে সঙ্গে কৃষকরা উন্নত মানের দুধেল গাইও পান । সুতরাং শীতকালে যখন কৃষি কাজ কম , তখন জমিতে দুধেল গাইয়ের খাওয়ার জন্য ঘাসও চাষ করা হয় ।
1 2 3 |