v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
নান চিং বিশ্ববিদ্যালয়
2009-04-20 15:34:07

উল্লেখ্য, নান চিং বিশ্ববিদ্যালয় হচ্ছে চীনে বিদেশী ছাত্র-ছাত্রী ভর্তির একটি প্রথম বিশ্ববিদ্যালয় এবং জাতিসংঘের উধ্বর্তন স্টাফ প্রশিক্ষণ কেন্দ্র। বর্তমানে এ বিশ্ব বিদ্যালয়ে বিদেশী ছাত্র-ছাত্রী সংখ্যা দু'হাজার দু'শো। ইতোমধ্যই মার্কিনী ছাত্র-ছাত্রী সবচেয়ে বেশি। নান চিং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর পরিচালক চৌ ইয়া জুন বলেছেন, নান চিং বিশ্ববিদ্যালয় বিদেশী ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানের পদ্ধতি খুব নমনীয় ও আধুনিক। দীর্ঘ ও স্বল্প-মেয়াদী লেখাপড়ার চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশী ছাত্র-ছাত্রীদের পাঠক্রমের বিষয় নির্বাচনের হারও অব্যাহতভাবে বাড়ছে। চৌ ইয়া জুন বলেছেন, বিদেশী ছাত্র-ছাত্রীদের জন্য নান চিং বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও বিবিধ ফি মাত্র ১৯ হাজার থেকে ২৩ হাজার ইউয়ান । স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীর ফি ২৩ হাজার থেকে ৩৩ হাজার ইউয়ান। এর পাশাপাশি নান চিং বিশ্ববিদ্যালয় বিদেশী ছাত্র-ছাত্রীদের কিছু স্কলারশীপ দিয়েছে। প্রতি বছর স্নাতকোত্তর পর্যায়ের দশজন শ্রেষ্ঠ ছাত্র-ছাত্রী যাচাই করে তাদের ফি ও বেতন মওকুফ করা হয়। তাছাড়া, বিদেশী ছাত্র-ছাত্রীরাও চীন সরকারের কাছে স্কলারশীপের জন্য আবেদন করতে পারে।

বিদেশী ছাত্র-ছাত্রী লেখাপড়ার আরো ভালো সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে চলতি বছরের শরত্কালে নান চিং বিশ্ববিদ্যালয় সিয়েন লিন আন্তর্জাতিক ক্যাম্পাস আনুষ্ঠানিকভাবে চালু করবে। চৌ ইয়া জুন বলেছেন, (৪)

আমাদের বিশ্ববিদ্যালয় বিদেশী ছাত্র-ছাত্রীর জন্য একটি শিক্ষা ভবন নির্মাণ করেছে। এ ভবনের মোট আয়তন ২০ হাজার বর্গ মিটার। এখানকার হার্ডওয়ারের অবস্থা চীনের বিশ্ববিদ্যালয়ের মধ্যে চমত্কার। লেখাপড়া ও জীবনভিত্তিক স্থাপনাও বিদেশী ছাত্র-ছাত্রীদের চাহিদা খুব ভালোভাবে মেটাতে সক্ষম হয়েছে।

নান চিং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমাদের সাংবাদিক যুক্তরাষ্ট্রের উথাহ অঙ্গরাজ্যের সল্ট লেক সিটি থেকে আসা পাট্রিককে দেখেছেন। তিনি গত বছরের সেপ্টেম্বর মাসে চীন-মার্কিন সাংস্কৃতিক গবেষণা কেন্দ্রে ভর্তি হয়ে স্নাতকোত্তর কোর্স গ্রহণ করছেন। তিনি বলেছেন, নান চিং বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া ও জীবনযাত্রার অবস্থা দেখে আমি সন্তুষ্ট। তিনি আরো বলেন, (৫)

আমার খুব ভালো লেগেছে। আমার যে কোন চাহিদা, কেন্দ্রের শিক্ষক পুরণে যথাসাধ্য চেষ্টা করেন। এখানে আমি সত্যিই জ্ঞান অর্জন করতে পারি।


1 2 3
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China