v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
নান চিং বিশ্ববিদ্যালয়
2009-04-20 15:34:07

চীনের পূর্বাঞ্চলীয় একটি প্রাচীন সাংস্কৃতিক বিখ্যাত নগর নান চিংয়ে অবস্থিত নান চিং বিশ্ববিদ্যালয়ের সুনাম রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের শ্রেষ্ঠ প্রতিভাবান ব্যক্তিরা এ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছিলেন। এ বিশ্ববিদ্যালয় হচ্ছে চীনের বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বিখ্যাত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। আজকের অনুষ্ঠানে এ বিশ্ববিদ্যালয়ের কথা আপনাদের জানাবো।

নান চিং বিশ্ববিদ্যালয় ১৯০২ সালে প্রতিষ্ঠিত হয়। আগে তার নাম ছিল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। ১৯৯৫ সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মপ্রচারক বিদ্যালয়---চিন লিং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিলে বর্তমানের নান চিং বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ডক্টর চাং রোং বলেছেন, এক শোরও বেশি বছরের উন্নয়নের মাধ্যমে নান চিং বিশ্ববিদ্যালয় সার্বিকভাবে শক্তিশালী একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। তিনি বলেছেন (১)

নান চিং বিশ্ববিদ্যালয় সকল বিষয়েই পড়ানো হয়। ইতোমধ্যেই গণীতবিদ্যা, পদার্থবিজ্ঞান, রসায়ন, জ্যোতির্বিদ, জীবানুবাহী, চীনা ভাষা ও কম্পিউটারসহ আটটি বিষয় শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনে চীনের প্রথম ও প্রধান বিষয় হিসেবে অন্তর্ভূক্ত হয়েছে। আমাদের শিক্ষকের মধ্যে চীনের বিজ্ঞান একাডেমী ও চীনের প্রকল্প একাডেমীর একাডেমিশিয়ানের সংখ্যা ৩৩জন। চীনের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটা তৃতীয় স্থানে হয়েছে।

চাং রোং বলেছেন, চীনের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে নান চিং বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীর ভর্তির হার খুব বেশি। প্রতি বছর শুধু সবচেয়ে শ্রেষ্ঠ চীনা ছাত্র-ছাত্রীরাই এ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পেতে পারে। এখানকার স্নাতক ছাত্র-ছাত্রী সমাজের দক্ষ জনশক্তিতে পরিণত হয়েছে। তিনি আরো বলেছেন, (২)

1 2 3
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China