v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
" শা চি তরমুজ বীজ" শিল্পপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নিয়ান কুয়াং চিউ
2009-01-16 21:16:30

নিয়ান কুয়াং চিউ ' শা চি' নামক নিয়ে তাঁর তরমুজ বীজ দোকান নিবন্ধিত করেছেন। বহু বছরের ব্যবসার অভিজ্ঞতার সাহায্যে নিয়ান কুয়াং চিউ দ্রুততার সঙ্গে ১০ লাখ ইউয়ান উপার্জন করেছেন।

সেসময় চীনে ৮০ কোটি কৃষক, প্রতিবছর প্রত্যেকের আয় শুধু ৭৬ ইউয়ান, এর মধ্যে আরও ২০ কোটি কৃষকের বার্ষিক আয় ৫০ ইউয়ানের নীচে দাঁড়িয়েছিল। সুতরাং, সেসময় নিয়ান কুয়াং চিউর এতো বেশি টাকা সব একসাথে নিয়ে ব্যাংকে গ্রহণ করতে ভয় পেয়েছিলেন। এ সম্পর্কে তিনি বলেন: " সেসময় ব্যক্তিগত শিল্পপ্রতিষ্ঠান টাকা ব্যাংকে গ্রহণ করতে ভয় পেয়। যদি টাকা গ্রহণ করলে কিউ কিউ নিশ্চয় আপনাকে জিজ্ঞাস করেন যে, এতো বেশি টাকা আপনি কোথায় থেকে নিয়েছেন?।"

তবে ' শা চি' তরমুজ বীজ দোকানের ব্যবসার অবস্থা সবাই জানতে সক্ষম। কিউ কিউ বলেছেন যে, নিয়ান কুয়াং চিউর এতো বেশি টাকা সমাজতান্ত্রিক গঠনকাজের সবাই স্মানের ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সেজন্য ' শা চি' তরমুজ বীজ দোকানের উন্নয়ন নিষিদ্ধ করা উচিত।

এ অবস্থার প্রেক্ষাপটে চীনের সংস্কার ও উন্মুক্তকরণের সাধারণ ডিজাইনার তেং সিয়াও পিং ১৯৮০ সালে তাঁর এক ভাষণে বলেন, ' শা চি' তরমুজ বীজ দোকানেরসৃষ্ট সংশ্লিষ্ট সমস্যার ওপর আমাদের সজাগ দৃষ্টি রাখা উচিত। তেং সিয়াও পিংয়ের ভাষণের সাহায্যে নিয়ান কুয়াং চিউ বিপদ থেকে নিরাপত্তা পেয়েছেন।

এখন ৭০ বছরেরও বেশি বয়স্ক নিয়ান কুয়াং চিউ তাঁর তরমুজ বীজ দোকান নিজের বংশদ্ভূতদেরকে প্রদান করেছেন। ৩০ বছরেরও বেশি ব্যবসার কাজে লাগানোর মাধ্যমে তাঁর গভীর সচেতনা রয়েছে যে, বাণিজ্যিক উন্নয়ন জনগণের সাহায্য নির্ভর করেছে। চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ধাপের সাথে বড় হওয়ার বেসরকারী শিল্পপ্রতিষ্ঠানের একজন প্রতিনিধি হিসেবে নিয়ান কুয়াং চিউ বলেন, ব্যবসা করার শুরুতেই টাকার প্রতি মোহ বা লাভের জন্য ব্যকুল হওয়া ব্যবসায়ীর কাজ নয়।


1 2 3
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China