v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
" শা চি তরমুজ বীজ" শিল্পপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নিয়ান কুয়াং চিউ
2009-01-16 21:16:30

 

গত শতাব্দীর ৭০'র দশকের শেষ দিক , ঠিক তখন চীনের সংস্কার ও উন্মুক্তকরণের শুরু দিক ছিল । সেসময় বাতাসের দিক নির্দেশক যন্ত্রের মতো কাজ করতে পারেন এমন একজনের কথা সবার মুখে মুখে। তিনি হচ্ছেন " শা চি তরমুজ বীজ" শিল্পপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নিয়ান কুয়াং চিউ । বন্ধুরা, " শা চি" এ শব্দটি চীনা ভাষা। তার অর্থ হচ্ছে বোকা। তাহলে কেন নিয়ান কুয়াং চিউর এ তরমুজ বীজ শিল্পপ্রতিষ্ঠানের নাম এমন একটি শব্দ ব্যবহার করে রাখলেন? এ প্রশ্নটি কিন্তু আপনাদের সবার মনে জাগার কথা তাহলে আসুন আজকের " তাহাদের কথা"।

১৯৩৭ সালে নিয়ান কুয়াং চিউর জন্ম । ৯ বছরের নিয়ান কুয়াং চিউ তাঁর বাবার সাথে রাস্তায় ফল, মাছ এবং ছোট ছোট জিনিস বিক্রী করে সারা পরিবারের ভরণ পোষণের ঘুরে বেড়ান। ১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠার পর, নিয়ান কুয়াং চিউর পরিবার এভাবেই তাদের জীবন কাটতে থাকে। তবে খুব দ্রুত নিয়ান কুয়াং চিউর মতো দরিদ্র মানুষদের রাস্তায় এবং বাড়ীবাড়ী ঘুরে জিনিস বিক্রী করা নিষিদ্ধ হয়ে যায়।

কারণ , সেসময় রাস্তায় ব্যক্তিগত পর্যায়ে পণ্য বিক্রী হচ্ছে পুঁজিবাদের ব্যক্তিগত মালিকানা ব্যবস্থার লক্ষণ।যা সমাজতান্ত্রিক গণমালিকানার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কিন্তু নিয়ান কুয়াং চিউ নিষিদ্ধ থাকা সত্বেও এর বিরোধীতা করে অব্যাহতভাবে তাঁর ব্যক্তিগত বিক্রির কাজ চালিয়ে যেতেন। এ সম্পর্কে তিনি স্মরণ করে বলেন: " সেসময় আমার মতো এমন ব্যক্তিগত ব্যবসা ছিল না। কারণ সারা দেশে সবাই একসাথে মিলে মিশে কাজ করতো। কিন্তু বেশি কাজ করলেও তখন বেশি আয় করা যেতো না। কম বেশি যাই হোক সমান বেতন। সেজন্যই আমি নিজের ব্যবসা শুরু করি।"

সেসময় দেশের নীতির বিপরীতে কাজ করা হচ্ছে আইনের ওপর লংঘন করেছে। নিয়ান কুয়াং চিউ নিজের ব্যবসা চালানোর কারণে তাকে এক বছরের কারাদন্ত্র দেয়া হয়েছে।

ফল বিক্রী করতে নিষিদ্ধ হয়েছে , তবে জীবন আরও সামনে চলতে হবে। এ সময় নিয়ান কুয়াং চিউ তরমুজ বীজ রান্নার একজন ওস্তাদের সঙ্গে পরিচিত হয়েছেন। এভাবে নিয়ান কুয়াং চিউ তরমুজ বীজ বিক্রী করার ধনী পথে চলে গেছে। সিনেমা হলের গেইটে তাঁর প্রথমবার তরমুজ বীজ বিক্রীর সময় স্মরণ করলে নিউ কুয়াং চিউর মুখে আরও অনেক অহংকারের সঙ্গে।

এ সম্পর্কে তিনি বলেন : " আমি একজন ব্যবসায়ী। এ ক্ষেত্রে আমার বেশ কিছু অভিজ্ঞতা রয়েছে। সুতরাং, তরমুজ বীজ বিক্রীর কাজ আমার জন্য একটি সহজ ব্যাপার। আমার মনে আছে যে, এবারের তরমুজ বীজ বিক্রী হওয়ার ফলে আমি ৩ ইউয়ান ৮ চিয়াও লাভ পেয়েছি।"


1 2 3
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China