v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
৩০ বছরে চীনের পরিবহন ক্ষেত্রের পরিবর্তন
2008-10-27 16:36:01

১৯৯২ সালের বেইজিংয়ের থিয়াননিংসি সেতু

     বেইজিংয়ের থিয়াননিংসি সেতুটি ১৯৯১ সালে নির্মিত হয়। এ সেতুটি বেইজিংয়ের শুয়ানউ ও হাইতিয়ান জেলা সংলগ্ন অঞ্চলে অবস্থিত। এটা স্থল ও নদী পারাপার সেতুর ভূমিকা পালন করে। এ সেতু হচ্ছে তত্কালীন বেইজিংয়ের দ্বিতীয় নগরবেইলী সড়কে সবচেয়ে জটিল একটি সেতু। এটা ১৭টি ক্রস রোড় ও নদী সেতু নিয়ে গঠিত হয়েছে। এর ওপর থেকে ছবি তুললে খুব সুন্দর লাগে।

1 2 3 4 5 6
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China