v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
৩০ বছরে চীনের পরিবহন ক্ষেত্রের পরিবর্তন
2008-10-27 16:36:01

১৯৮৩ সালের চাং চৌ এর প্রাচীন খাল

     পরিবহন ব্যয় খুব কম থাকার কারণে প্রাচীন খাল দিয়ে সবসময় অতিরিক্ত বোঝা বহন করা হতো। ছবিতে দেখা যায় ভোর বেলায় কয়লা বহনকারী কাঠের নৌকা।

১৯৯১ সালের বেইজিংয়ের পাতাল রেলের বগি

     বেইজিংয়ের পাতাল রেল চালু হওয়ার পর অনেক দিন ধরে তা সবার জন্য উন্মুক্ত ছিল না। তখন কেবল পরিচয় পত্র দিয়ে পাতাল রেল পরিদর্শন করতে এবং যাতায়াত করা যেতো। ১৯৭১ সালের ১৫ জানুয়ারী কোংচুনফেন থেকে বেইজিং রেল স্টেশনগামী পাতাল রেল পরীক্ষামূলকভাবে চালু হয়। ১৯৮১ সালের ১৫ সেপ্টেম্বর বেইজিং পাতাল রেল আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয়েছে।  

1 2 3 4 5 6
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China