.jpg)
১৯৭৮ সালে যেখানে স্বপ্নের শুরু
বেইজিংয়ের সেই দ্বিতীয় নগর বেইলী সড়কের বাইরে তখন শহরতলী ছিল। পশ্চিম বেইজিংয়ের উপকন্ঠের পাই ওয়ান চুয়াংয়ের কৃষি বাজারে প্রায়শই দেখা যেতো, কৃষকরা গাধার গাড়ি চালিয়ে নিজের উত্পাদিত কৃষি পণ্য নিয়ে বিক্রি করতে আসছে। তারা ক্লান্ত হলে বা ঘুম পেলে যে জায়গায় আছেন, সেই জায়গাতেই ঘুমিয়ে যেতো।
.jpg)
১৯৮০ সালের বেইজিং বিমান বন্দর
তখন বেইজিং বিমান বন্দরটি খুব ছোট ছিল। কোন বড় বিমানও ছিল না। বিমানের উপরে লেখা থাকতো 'চীনা বেসামরিক বিমান চলাচল'। বিমানের লেজে আঁকা থাকতো চীনের জাতীয় পতাকা। তখন বিমানে কোথাও যেতে চাইলে কর্নেল বা তার ওপরের পর্যায়ের ইউনিটের দেয়া পরিচয় পত্র দিয়ে বিমান টিকিট কেনা যেতো।
1 2 3 4 5 6 |