'সিন ইয়াং মাও চিয়ান' চায়ের উত্পাদন আগে চেয়ে অনেক উন্নত হয়েছে। বর্তমানে চা উত্পাদন, চা তোলা, চা তৈরী, চা বিক্রি এমনকি চায়ের পরিবেশনার একটি সম্মিলিত সেবা গড়ে উঠেছে। চা সংস্কৃতি উত্সবে চা তৈরীর প্রক্রিয়া দেখার পাশাপাশি কোনো জায়গায় সত্যিকার 'সিন ইয়াং মাও চিয়ান' চা পাওয়া যায় । পর্যটক ছেন ফা 'সিন ইয়াং মাও চিয়ান' চা খুব পছন্দ করেন। তিনি বিশেষ করে হু পেই প্রদেশ থেকে চা সংস্কৃতি উত্সবে এসেছেন। তিনি বলেন,
সিন ইয়াং মাও চিয়ান চা হচ্ছে চীনের বিখ্যাত চা। এর রঙ সবুজ এবং খেতে খুব সুস্বাদু। এই ধরনের চায়ের আকৃতিও খুব সুন্দর। এক কাপ চা নিয়ে আস্তে আস্তে খেলে আমার মনে এক ধরনের উপভোগের অনুভূতি আসে। প্রতি বছরের চা সংস্কৃতি উত্সবে আমি কিছু চা কিনে বাড়িতে নিয়ে যাই। আত্মীয়স্বজন ও ভালো বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে খাই। 1 2 3 4 |