৮ জন  গণপ্রজাতন্ত্র পদকপ্রাপ্ত ব্যক্তির পরিচয়
  2019-10-02 14:39:36  cri

৮. থু ইউ ইউ

১৯৩০ সালে চে চিয়াং প্রদেশের নিং পো শহরে জন্মগ্রহণ করেন। তার আবিষ্কৃত আর্টেমিসাইনিন নামক একটি ওষুধ দশ-বারো লাখ মানুষের জীবন বাঁচিয়েছে। ২০১৫ সালে তিনি চিকিত্সা-বিজ্ঞানে নোবেল পুরস্কার পান। তিনি প্রথম চীনা যিনি বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অবদান রাখায় নোবেল পেয়েছেন। তিনি বলেন (রে), "গবেষক গ্রুপের দীর্ঘ যৌথ প্রচেষ্টায় আমরা এ সফলতা অর্জন করি। এ পুরস্কার আন্তর্জাতিক বিজ্ঞানমহলের স্বীকৃতি। আমি খুব খুশি এবং এটা চীনের সকল বিজ্ঞানীর জন্য গর্বের বিষয়।" (শিশির/আলিম)


1  2  3  4  5  6  7  8  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040