৬. ইউয়ান লং পিং
১৯৩০ সালে চিয়াং সি প্রদেশের দি এন জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বের হাইব্রিড ধানের পিতা হিসেবে স্বীকৃত। তিনি হাইব্রিড ধানবিষয়ক বিশেষজ্ঞ এবং তার প্রযুক্তির মাধ্যমে কোটি কোটি মানুষের খাদ্য-সমস্যার সমাধান হয়। কিছুদিন আগে তিনি তার ৯০তম জন্মদিন পালন করেন এবং এখনও তিনি গবেষণাকাজ চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে দেয়া এক ভাষণে তিনি নিজের দুটি স্বপ্নের কথা উল্লেখ করেন: (রে) "আমার দুটি স্বপ্ন আছে। একটা হল বড় বড় ধানের ছায়ায় বিশ্রাম নেয়া এবং আরেকটি হল হাইব্রিড ধান প্রযুক্তি বিশ্বজুড়ে প্রচার করা। এ মুহূর্ত পর্যন্ত আমি স্বপ্ন পূরণের জন্য প্রচেষ্টা চালাচ্ছি।"