২. সেন চি লান
তিনি ১৯২৯ সালে সান সি প্রদেশের একটি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালে তিনি 'জাতীয় মডেল কৃষক' পুরস্কার অর্জন করেন। তিনি চীনে একমাত্র ব্যক্তি যিনি টানা ১৩ বার জাতীয় গণকংগ্রেসের সদস্য নির্বাচিত হন। তিনি দারিদ্র্যবিমোচন এবং গ্রামীণ নারীর অবস্থান উন্নয়নসহ নানা ক্ষেত্রে বেশ কাজ করেন। তিনি বলেন (রে), "আমি সাধারণ মানুষের প্রতিনিধি এবং তাদের পক্ষ থেকে কথা বলি। আমি গ্রামের মানুষ, তাই আমি স্পষ্টভাবে জানি, তাদের মূল চাহিদা কী।"