৩. সুন চিয়া তুং
১৯২৯ সালে লিয়াও নিং প্রদেশের ফু সিয়ান জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চীন এরোস্পেস বিজ্ঞান ও প্রযুক্তি গ্রুপের সিনিয়র টেকনিক্যাল উপদেষ্টা। ফেং ইউন-২ উপগ্রহ প্রকল্পের প্রধান ডিজাইনার। তিনি চীনের উপগ্রহ প্রযুক্তি ও মহাকাশ অনুসন্ধান প্রযুক্তি খাতের অগ্রণী ব্যক্তি। তিনি ৬০ বছর ধরে উপগ্রহ নিয়ে গবেষণা করছেন। চীনের প্রথম ও দ্বিতীয় প্রজন্মের পেইতো স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের প্রধান ডিজাইনার এবং চীনা চন্দ্র অনুসন্ধান প্রকল্পের অন্যতম কারিগর। তিনি বলেন (রে), "আমার কাছে দেশপ্রেম মানে মহাকাশ নিয়ে গবেষণায় ভূমিকা রাখা এবং এ বিষয়ে আমাদের শক্তি আরও জোরদার করা।"