মুক্তার কথা-২৬ মে
  2018-05-28 10:20:01  cri

বাংলাদেশের বগুড়া জেলার মিস রিপা আখতার "সেই তুমি সি আর আই বাংলা" নামের লেখা লিখেছেন। তিনি লিখেছেন: আজ থেকে প্রায় ২৫ বছর আগের একটি বিশেষ ঘটনা। তখন আমি সবেমাত্র মাধ্যমিক বা এসএসসি পাশ করে কলেজের বারান্দায় পা দিয়েছি। আমার এক কলেজ-বান্ধবী নীলা এল আমার কাছে। উদ্দেশ্য, আমার কাছ থেকে কিছু নোট সংগ্রহ করা। আমার বাবা-মার প্রবল আপত্তির মুখে বান্ধবী নীলা ঐদিন রাতে আমাদের বাড়ীতে থেকে গেল। রাতে খাবারের পর আমার কাছে একটি রেডিও চা‌ইল। আমি নীলাকে বললাম, আমার বাবার অনেক আগের একটি পুরনো মডেলের রেডিও আছে। নীলা ঐ রেডিওটি আনতে বললে আমি তা নীলার কাছে দিয়ে জানতে চাইলাম, এটি দিয়ে কী হবে? জবাবে বলল, বিদেশি রেডিওর অনুষ্ঠান শুনব। আমি বললাম, তুমি তো বিদেশি মানে ইংরেজিতে অনুষ্ঠান শুনবে তাই না? নিলা বলল, তা হবে কেন! একদম খাঁটি বাংলা অনুষ্ঠান। আমাকে তার পাশে বসতে বলল। আমি তার পাশে বসে পড়লাম। তখন ঠিক রাত ৯টা। আমি রেডিওতে শুনতে পেলাম-"অনুষ্ঠান শুনতে পাচ্ছেন চীন আন্তর্জাতিক বেতার থেকে"। একটু পরে শুনলাম বাংলা বিশ্ব সংবাদ। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর শুনলাম। খুব ভাল লাগল। এই দিন থেকেই আমার সি আর আই বাংলা অনুষ্ঠান শোনা শুরু। নীলা আমাকে জানাল, ও আরো কয়েক বছর আগে থেকেই সি আর আই বাংলা অনুষ্ঠান শুনছে। আমাকে বলল, আমি যেন নিয়মিত এই বেতারের বাংলা অনুষ্ঠান শুনি। নিয়মিত চিঠি লিখি তাদের কাছে। এরি মধ্যে সে আমাকে কিছু স্টিকার্স, চায়না পেপার কাট, একটি কোটপিন, অনুষ্ঠানসূচি ইত্যাদি একটি সাদা কাগজের খামে করে উপহারস্বরূপ দিল। সে আরও জানাল, সি আর আই বাংলা বিভাগ থেকে মাঝে মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তাতে অংশ নিলে সুন্দর সুন্দর উপহার বা পুরস্কার পাওয়া যায়। ইতিমধ্যে আমি ব্যাপারটি সিরিয়াসলি নিলাম। আজ এই দীর্ঘ জীবনে আমি সি আর আই বাংলা বিভাগে নিয়মিত লিখে এবং বিভিন্ন কুইজে অংশ নিয়ে অনেক পুরস্কার পেয়েছি। আমার এলাকার বেশকিছু মানুষকে আমি সি আর আই শোনার ব্যাপারে উত্‍সাহিত করে যাচ্ছি। আমি অন্য কয়েকটি বেতারের বাংলা অনুষ্ঠান শুনে থাকি। তবে সবকিছুকে ছাপিয়ে সি আর আই বাংলা আমার মনের গহীনে শক্তভাবে স্থান করে নিয়েছে। ইতিমধ্যে আমি সি আর আই বাংলা থেকে 'আমি তুমি সে', পূবের জানালা, দি মেসেনজার, চায়না পিকটোরিয়াল ম্যাগাজিন পেয়েছি। আরো কিছু উপহার পেয়েছি। আজও মনে পড়ে বান্ধবী নীলার কথা; সি আর আই বাংলা সম্পর্কে পরামর্শমূলক তার কথাগুলো।

বন্ধু রিপা, আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি আপনার এলাকার আরও শ্রোতা প্রতিযোগিতায় লেখা পাঠাবেন।

1  2  3  4  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040