মুক্তার কথা-২৬ মে
  2018-05-28 10:20:01  cri

বাংলাদেশের নওগাঁ জেলার মোছাঃ শাহনওয়াজ পারভীন "একপিঠে CRIবাংলা, অন্যপিঠে আমি" শীর্ষক একটা লেখা পাঠিয়েছেন। তিনি লিখেছেন: আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। আমি তখন গার্লস স্কুলে পড়ি। পড়ার ফাঁকে ফাঁকে প্রায়ই আমি বাংলাদেশের চলচিত্রের গান শুনতাম আমার ছোট এক ব্যান্ডের রেডিওতে। এজন্য বাবা-মা আর বড় ভাইয়ের বকুনিও কম হজম করতে হয়নি। ঘটনাটি ১৯৯৫ সালের মাঝামাঝি সময়ের। একদিন রাতে আমার পড়াশুনায় মন বসছিল না। এমন সময় আমি আমার ছোট রেডিওর নব ঘুরাতে লাগলাম এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত। সময় তখন রাত ৯টা ৫মিনিট। হঠাতৎ শুনতে পেলাম ভিনদেশি এক মহিলার কন্ঠে বাংলা কথা। একটু বিচলিত হলাম। সিদ্ধান্ত নিলাম, এটি কোন দেশের বেতারের বাংলা অনুষ্ঠান আজ শুনব। এরপর খবর পড়া শেষ হল। তারপর শুনলাম চীনের পৌরাণিক কাহিনীভিত্তিক চীনা গল্পের আসর। সবশেষে একটি বাংলা গানও শুনলাম-'পদ্মার ঢেউ রে' শিরোনামের গান। এরপরে বাংলা অনুষ্ঠানে চিঠি পাঠানোর ঠিকানা মোট দুইবার ঘোষণা করা হল। অনেক কষ্ট হলেও আমি তা খাতায় লিখে নিলাম। তখন রাত ৯টা ৩০মিনিট। আবার আমি ঐ স্থানে শুনলাম আপনারা অনুষ্ঠান শুনতে পাচেছন রেডিও পেইচিং থেকে। এরপরে পুনঃপ্রচারিত ৩০ মিনিটের অনুষ্ঠান মনোযোগ দিয়ে শুনলাম। আর হ্যাঁ, চিঠি লেখার ঠিকানা এবার সতর্কতার সাথে মিলেই নিলাম। ঠিক ৭ দিন পর আমি কাগজে একটি চিঠি লিখে দশ টাকার ডাকটিকেটসহযোগে আপনাদের কাছে পাঠিয়ে দিলাম। ইতিমধ্যে আমি পড়ার ফাঁকে ফাঁকে বাংলাদেশের সিনেমার গান শুনা কমিয়ে দিলাম। এর পরিবর্তে প্রায়ই রাতে CRIবাংলার অনুষ্ঠান শুনতাম। বেশ ভাল লাগতো তখন CRIবাংলার মনলোভা অনুষ্ঠানগুলো। মাস দুই পরে আপনাদের কাছ থেকে আমার পাঠানো প্রথম চিঠির জবাব হাতে পেলাম। সাদা কাগজের খামে পেলাম একটি ছাপানো অনুষ্ঠানসূচি এবং চীনা পাতলা কাগজের নকশাসম্বলিত চায়না পেপার কাট। উপহারগুলো আমার দারুণ ভাল লেগেছিল সেদিন, যা আজও আমার কাছে অতি যত্নে রেখেছি। আর হ্যাঁ, খামের উপর কয়েকটি চীনা ডাকটিকেট লাখানো ছিল। আমি আপনাদের পাঠানো উপহারগুলো আমার স্কুলের অনেক ছাত্রীকে, এমনকি স্যারদেরকেও দেখিয়েছি। প্রধান শিক্ষিকা তহমিনা ম্যাডাম বলেছিলেন, 'তুমি এ-বিষয়ে একদিন অনেক দক্ষ হবে। অনেক সুন্দর সুন্দর উপহার লাভ করতে পারবে।' আজ আমার বিয়ে হয়েছে; স্বামী-সংসার হয়েছে। তারপরও, সময় ও সুযোগ পেলেই আপনাদের কাছে চিঠি লিখি। আর হ্যাঁ, রেডিও শুনা কিন্তু ঠিকই অব্যাহত রেখেছি আগের জীবনের মতো। আমি একজন বিবাহিতা নারীশ্রোতা। ইতিমধ্যে আমি CRIবাংলার অনেক প্রতিযোগিতার অংশ নিয়েছি। বেশকিছু পুরস্কার লাভ করেছি। আমার শ্বশুরবাড়ির আশেপাশের নারীদের প্রায়ই বলি, আপনাদের বাংলা অনুষ্ঠান শুনতে ও আপনাদের কাছে চিঠি লিখতে। এই হল আমার CRIবাংলা শুনার সত্য কাহিনী বা সত্য ডায়রি। চাই চিয়েন।

বন্ধু লতা, আপনার সুন্দর কাহিনীর জন্য ধন্যবাদ। এমন কাহিনী আমাদের অনেক শ্রোতার আছে। আমরা তাদের কাছেও সেগুলো শুনতে চাই।

1  2  3  4  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040