ভূমিকম্পের পর দশ বছর; ভালোবাসার কারণে উন ছুয়ান পুনরায় সমৃদ্ধ হয়েছে
  2018-05-14 15:33:46  cri

বেইজিং তিথান হাসপাতালের ডাক্তার চিয়াং ইয়ু ইয়ুং প্রথমবারের মত এমন দাতব্য কর্মকান্ডে অংশ নিয়েছেন। তিনি এবং অন্য ৬ জন চিকিত্সক ইং সিউ জেলার থিংশান গ্রামে স্থানীয় লোকজনকে চিকিত্সা সেবা দিয়েছেন। সেখানকার চিকিত্সা অবস্থা অনেক খারাপ। পুরো গ্রামে ৪ শতাধিক লোকজনের জন্য শুধু একজন চিকিত্সক। শুধু এক সকালে ডাক্তার চিয়াং ৩০ জন রোগীকে অভ্যর্থনা জানিয়েছিলেন। রোগীরা তাঁর কাছ থেকে বিনা খরচে ওষুধও পেয়েছেন। তিনি মনে করেন এমন কর্মকান্ড অনেক তাত্পর্যপূর্ণ। তিনি বলেন:

এসব রোগীর সঙ্গে বিনিময়ের মাধ্যমে তাঁরাও উপলব্ধি করেছেন যে এসব রোগের ক্ষতি। তাঁরা উপলব্ধি করেছেন যে ভবিষ্যতে কিভাবে সুস্বাস্থ্যময় জীবনযাপন করবেন এবং কিভাবে সঠিকভাবে ব্যায়াম করবেন। একদিকে আমরা তাদেরকে চিকিত্সা সেবা এবং ওষুধ দিয়েছি, অন্যদিকে আমরা স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাপনের ধারণা দূরবর্তী ও পাহাড়ি এলাকায় দিয়েছি। দাতব্য চিকিত্সা সেবার মাধ্যমে তাদের আরো ভালো জীবনযাপনের পদ্ধতি বাতলে দেওয়া যায়, এতে তাদের জীবনযাপনের অবস্থাও আরো উন্নত হবে।

বেইজিং সিজিছিং হাসপাতালের কমিউনিস্ট শাখার সম্পাদক চাং সিয়াও সিন মনে করেন, এমন অনুষ্ঠান খুব তাত্পর্যপূর্ণ। তিনি একটানা দশ বছর ধরে এমন অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং চিকিত্সক দলের সঙ্গে অনেক দূরবর্তী ও সংখ্যালঘু জাতি অধ্যুষিত এলাকায় গিয়েছেন। তিনি বলেন:

আমার মনে হয় তা বিভিন্ন জাতির মধ্যে মৈত্রীর সেঁতু স্থাপন করেছে। আমরাও যেন দাতব্য ও মৈত্রীর দূতে পরিণত হয়েছি। বিশেষ করে চলতি বছরের অনুষ্ঠান উন ছুয়ান ভয়াবহ ভূমিকম্প ঘটার দশ বছর পূর্তিতে আবার উন ছুয়ান জেলায় ফিরে গিয়েছে, তা খুব তাত্পর্যপূর্ণ।

1  2  3  4  5  6  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040