ভূমিকম্পের পর দশ বছর; ভালোবাসার কারণে উন ছুয়ান পুনরায় সমৃদ্ধ হয়েছে
  2018-05-14 15:33:46  cri

'চীনা হৃদয়' হল চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির ইউনাইটেড ফ্রন্ট বিভাগ, রাষ্ট্রীয় পরিষদের প্রবাসী চীনা কার্যালয়ের নেতৃত্বে, চীনের রেড ক্রস সোসাইটি ও তিব্বত সংস্কৃতি রক্ষা ও উন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত বড় আকারের দাতব্য কর্মকান্ড। ২০১৩ সালে তা চীনের দাতব্য ক্ষেত্রের সর্বোচ্চ সরকারি পুরস্কার—চীনের দাতব্য পুরস্কার লাভ করে।

সংস্থাটির উপ-মহাসচিব চাও ছাও জানিয়েছেন:

এই পর্যন্ত দশ বছরে 'চীনা হৃদয়'র বড় আকারের দাতব্য কর্মকান্ডে অংশ নিয়েছেন ৩০ হাজারেরও বেশি চিকিত্সক। তাঁরা মোট ৫ লাখেরও বেশি মানুষকে চিকিত্সা সেবা দিয়েছেন। বিতরণ করা অর্থ ও সামগ্রীর মোট মূল্য ৩০ কোটি ইউয়ানেরও বেশি। তৃণমুল পর্যায়ের ৪০ হাজারেরও বেশি চিকিত্সকের জন্য ৬ শতাধিক বারের প্রশিক্ষণ দেয়া হয়েছে। বিভিন্ন সংখ্যালঘু জাতির ৩০ হাজারেরও বেশি মানুষের জন্য ৬ শতাধিক বারের মত মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হয়েছে। আর এই কর্মকান্ডের মাধ্যমে ১৩০০ জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত শিশু বিনা খরচে অস্ত্রোপচার পেয়েছে।

সিছুয়ান প্রদেশের ইউনাইটেট ফ্রন্ট বিভাগের উপ-প্রধান লিউ পিং এবারের অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন,

২০১৫ সাল থেকে 'চীনা হৃদয়' দাতব্য সংস্থা প্রতি বছর আমাদের প্রদেশের তিব্বতী আবাসিক এলাকায় দাতব্য অনুষ্ঠান আয়োজন করে। এতে ২ সহস্রাধিক চিকিত্সক ও সেচ্ছাসেবক অংশ নিয়েছেন। বিতরণকৃত সামগ্রী ও ওষুধের মোট মূল্য ৩.৬ কোটি ইউয়ানেরও বেশি। এতে সংখ্যালঘু জাতির ২ লাখেরও বেশি জনগণ উপকৃত হয়েছে। এছাড়া, সংস্থাটি তিব্বতী অধ্যুষিত এলাকার চিকিত্সা দলের মান উন্নয়নের জন্যও বিরাট অবদান রেখেছে।

1  2  3  4  5  6  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040