ভূমিকম্পের পর দশ বছর; ভালোবাসার কারণে উন ছুয়ান পুনরায় সমৃদ্ধ হয়েছে
  2018-05-14 15:33:46  cri
দশ বছর, কারো কাছে এর মানে যৌবন। কারো কাছে বড় হওয়া। কিন্তু এমন একটি দশ বছর আছে, যা সব চীনাদের অভিন্ন স্মৃতি। তা খুব মর্মন্তুদ, তবে এতে নতুন জীবনের আশাও আছে। ২০০৮ সালের ১২ মে বিকাল ২টা ২৮ মিনিট। চীনের সি ছুয়ান প্রদেশের উন ছুয়ান জেলায় রিক্টার স্কেলে ভয়াবহ মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে। এতে গুরুতর হতাহতের ঘটনা ঘটে। এখন আরেকটি ১২ মে ঘনিয়ে আসছে। এমন মর্মন্তুদ স্মৃতির দশ বছর পূর্ণ হয়েছে। দশ বছরে অনেক সামাজিক ও দাতব্য সংস্থা সেখানে অনেক সাহায্য দিয়েছে। এমন সাহায্য আগে কখনই দেখা যায়নি। সম্প্রতি আমাদের একটি সাংবাদিক দল 'চীনা হৃদয়' নামে বড় আকারের এক দাতব্য চিকিত্সা দলের সঙ্গে আবার সি ছুয়ান প্রদেশে গিয়েছেন। চলুন, আমরা একসাথে দেখব দশ বছরে সেখানে কী কী পরবির্তন ঘটেছে।

বসন্তকালের উন ছুয়ান জেলা অনেক সুন্দর এবং প্রাণচঞ্চল। পুনর্নির্মাণের পর এখানে দশ বছর আগের ভাঙা-চোরা চেহারার আর দেখা মিলেনা। জনগণ এখানে আনন্দের সঙ্গে জীবনযাপন করছে।

২৯ এপ্রিল চীনের রাজধানী বেইজিং ও অন্যান্য জায়গা থেকে নির্বাচিত ৬ শতাধিক 'চীনা হৃদয়' চিকিত্সা সেচ্ছাসেবক আবার উন ছুয়ান জেলায় গিয়ে পাঁচ-দিনব্যাপী দাতব্য চিকিত্সা সেবা কর্মকান্ড আয়োজন করেন। আসলে 'চীনা হৃদয়' দাতব্য চিকিত্সা দলের শুরুই ২০০৮ সালের ভয়াবহ সেই ভূমিকম্পের চিকিত্সা ও ত্রাণ কার্যক্রম থেকে। 'চীনা হৃদয়' দাতব্য চিকিত্সা দলের উপ-মহাসচিব চাও ছাও জানান:

উন ছুয়ান ভূমিকম্পের পর বেইজিংয়ের চিকিত্সা বিশেষজ্ঞরা সেখানে গিয়ে সাহায্য দিয়েছেন। সবাই প্রস্তাব করেন যে দীর্ঘস্থায়ী একটি মঞ্চ স্থাপন করলে আরো ভালোভাবে দুর্গত এলাকার জনগণের সাহায্য দেওয়া যাবে। আমরা দেখেছি তৃণমূল পর্যায়ের চিকিত্সা সেবার মান ততটা ভালো নয়। স্থানীয় মানুষের চিকিত্সা সেবার অনেক চাহিদা আছে। আমরা মনে করি যে, আমাদের পেশা অনেক মানুষকে সাহায্য করতে পারবে। তাই আমরা 'চীনা হৃদয়' দাতব্য চিকিত্সা সংস্থা স্থাপন করেছি।

1  2  3  4  5  6  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040