ভূমিকম্পের পর দশ বছর; ভালোবাসার কারণে উন ছুয়ান পুনরায় সমৃদ্ধ হয়েছে
  2018-05-14 15:33:46  cri

ওয়াং তা তুং চীনের গণমুক্তি ফৌজ হাসাপাতালের প্রথম শাখা হাসপাতালের একজন চিকিত্সক। ২০০৮ সালের ভয়াবহ ভূমিকম্পের পর ত্রাণ ও উদ্ধার কাজে তিনি অংশ নিয়েছিলেন। তখনকার কথা স্মরণ করে তিনি বলেন:

তখন আমরা উন ছুয়ান জেলায় এসে দেখেছি যে সব পথ, সড়ক বিছিন্ন হয়ে গিয়েছে। সবখানেই কাদা। আর আমাদের হাতে দিক নির্দেশের কোন যন্ত্রও ছিলনা। কোথায় যাবো আমাদের কিছুই ধারণা ছিলনা। শুধুই অনুমানে সামনে যাচ্ছিলাম। রাতে ভীষণ বৃষ্টি হয়। আমরা খোলা আকাশের নীচে মাটিতে শুয়ে থাকতাম। তখন রাতে অনেক ঠান্ডা ছিল। আমরা দেখি কাছে কিছু প্লাস্টিক ব্যাগ ছিল। ঠান্ডা প্রতিরোধের জন্য তা গায়ে লেপটে শুয়ে থাকতাম। আপনি কি জানেন, এসব প্লাস্টিক ব্যাগ আসলে ভূমিকম্পে নিহতদের মৃত্যদেহ রাখার জন্যই? পরের দিন ভোরে আমরা তাড়াতাড়ি ভূমিকম্পের কেন্দ্রস্থল ইং সিউ জেলায় প্রবেশ করি। সেখানে গিয়ে দেখি সবখানেই ধ্বংসাবশেষ। খাবার নেই, পানিও নেই। কিছুই নেই। কোথায় আহত লোকজন আছে, আমরা খুঁজতে শুরু করি। আহতদের প্রাথমিক চিকিত্সার পর তাদেরকে হেলিকপ্টারে বাইরে চিকিত্সা গ্রহণের জন্য পাঠাই।

দশ বছর পর আবার এখানে এসে ডাক্তার ওয়াং দেখেছেন এখন স্থানীয় লোকজনের জীবনে আকাশ পাতাল পার্থক্য ঘটেছে। তিনি বলেন:

স্থানীয় লোকজনের জীবনযাপন মানের অনেক উন্নতি হয়েছে। আগের বাড়ি-ঘর ভালো ছিলনা। এখন সরকারের সাহায্যে নির্মিত নতুন বাড়ি-ঘরের গুণগতমান অনেক ভালো এবং সুন্দর। বলা যায় আকাশ-পাতাল পার্থক্য। কমিউনিস্ট পার্টি মহান পার্টি। এমন বড় প্রকল্প, এমন বড় উদ্ধার ও ত্রাণ কাজ সম্পন্ন করতে পেরেছে। অসাধারণ!

1  2  3  4  5  6  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040