সুপ্রিয় শ্রোতা, ইতিহাস বলছে, উ জে থিয়ান ছিলেন উর্বর মস্তিষ্কের এক নারী। তার ক্ষমতাসীন আমলে তিনি আইনানুসারে দেশ শাসনের প্রয়াস চালান। তিনি কৃষিক্ষেত্রে উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেন। পাশের রাজ্য তিব্বতের আক্রমণ প্রতিরোধ করে হারানো শহর সি আন পুনরুদ্ধার করেন এই সম্রাজ্ঞী। তিনিই প্রথম সরকারি কর্মকর্তা নির্বাচনের জন্য পরীক্ষা ব্যবস্থার প্রবর্তন করেন। তার শাসনামলে থাং রাজবংশের আর্থ-সামাজিক অবস্থা বিকশিত হয়। তিনি বড় বড় মন্দির নির্মাণের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেন। অবশ্য এ কারণে জনগণের টেক্স প্রদানের বোঝা আরো বেড়ে গিয়েছিলো।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের 'মানি' নামে একটি পত্রিকা বিশ্ব মুদ্রার মূল্য নিয়ে একটি বিশেষ ধরনের গবেষণা পরিচালনা করেন। অর্থাত্ তত্কালীন বিশ্বের মোট অর্থনৈতিক মূল্যে ব্যক্তিগত সম্পত্তির অনুপাত অনুসারে ইতিহাসে বিশ্বের সবচেয়ে ধনী নারীদের তালিকা প্রকাশ করেছে তারা। এ তালিকায় চীনের থাং রাজবংশের সম্রাজ্ঞী উ জে থিয়ান শীর্ষস্থানে রয়েছেন।
জানা গেছে, উ জে থিয়ান প্রশাসনের ১৫ বছরে থাং রাজবংশের সীমারেখা মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিলো। থাং রাজবংশ ছিলো তত্কালে বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্য। উ জে থিয়ানের সম্পত্তি সারা বিশ্বের জিডিপির প্রায় ২২.৭ শতাংশে দাঁড়িয়েছিলো।
অথচ সম্রাজ্ঞী উ জে থিয়ান কখনো নিজের কৃতিত্ব নিয়ে ভাবেননি। তিনি মনে করতেন, কৃতিত্ব হোক আর দোষ হোক, এ সব ব্যাপার পরবর্তীকালের মানুষ মূল্যায়ন করবে। আগামী প্রজন্ম যে মূল্যায়ন করবে তা ইতিবাচক বা নেতিবাচক যা-ই হোক না কেন সেটাই হবে সঠিক এবং বড় প্রাপ্তি।
অভিনেত্রী ফাই বিং বিং
শ্রোতাবন্ধুরা, থাং রাজবংশের সম্রাজ্ঞী উ জে থিয়ানকে নিয়ে নানা দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ধরণের মূল্যায়ন করা হয়েছে। কেউ কেউ মনে করেন, তিনি চীনের ইতিহাসে বিরাট অবদান রেখেছেন। কেউ কেউ তার কঠোর সমালোচনাও করেছেন। তারা মনে করেন, নারী হিসেবে তার সম্রাজ্ঞী হওয়া ঠিক হয়নি। বন্ধুরা, এই সুযোগে আপনাদের উ জে থিয়ানের অবদানের কিছু কথা বলে দিচ্ছি।
তার প্রথম অবদান হলো, রক্ষণশীল আমলাতান্ত্রিক কর্মকর্তাদের গঠিত রাজনৈতিক গোষ্ঠিকে আঘাত হেনেছেন তিনি। প্রায় একশ বছর ধরে চলে আসা আমলাদের স্থায়ী প্রশাসনের অবসান করেন উ জে থিয়ান। এই পরিবর্তনের মাধ্যমে সমাজের অগ্রগতি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করেন।
তার দ্বিতীয় অবদান হলো, নিজ রাজ্যের অর্থনৈতিক উন্নয়নকে অগ্রসর করা। উ জে থিয়ানের আমলে সমাজ অপেক্ষাকৃত নিরাপদ হয়। কৃষি, হস্তশিল্প ও বাণিজ্য ক্ষেত্রে লক্ষণীয় অগ্রগতি অর্জিত হয়। রাষ্ট্রে পরিবারের সংখ্যা ৬৫২ সালের ৩৮ লাখ থেকে বেড়ে ৭০৫ সালে ৬১ লাখ ৫০ হাজারে দাঁড়ায়। প্রতি বছর ০.৭২১ শতাংশ হারে বৃদ্ধি হয় পরিবারে সংখ্যা। প্রাচীনকালে এই হার অত্যন্ত উচু প্রবৃদ্ধির হার।
উ জে থিয়ান নারী হলেও নানা দিক থেকে যে কোনো পুরুষের চেয়েও সাহসী ও বুদ্ধিমান ছিলেন। কোনো কাজ ইতিহাসে কেউ না করলেও তিনি অগ্রণীর ভূমিকা নিয়ে সে কাজ করতে ভয় পেতেন না।