৬৮৩ সালে সম্রাট থাং কাও জোং মারা যান। তখন উ জে থিয়ান রাজকুমার লি সিয়ানকে সম্রাট বানান। সম্রাট হওয়ার পর লি সিয়ানের নাম হয় থাং চোং জোং। কিন্তু কিছু দিন পর লি সিয়ানকে ক্ষমতাচ্যুত করে আরেক ছেলে লি তানকে সম্রাট বানান সম্রাজ্ঞী থিয়ান। এ সময় নতুন এই সম্রাটের নামকরণ করা হয় থাং রুই জোং।
৬৯০ সালে লি তানকে ক্ষমতাচ্যুত করে উ জে থিয়ান নিজেই দেশের দায়িত্ব গ্রহণ করেন। এবার তিনি হন পরিপূর্ণ সম্রাজ্ঞী। এ সময় রাজবংশের নাম থাংয়ের পরিবর্তে 'চৌ' দেয়া হয়। এ সময় এ রাজ্যের রাজধানী ছিল লো ইয়াং।
সম্রাজ্ঞির বড় পুত্র লি সিয়ানের নেতৃত্বে ৭০৫ সালে প্রধানমন্ত্রী চাং চিয়ান চি প্রমুখ সম্রাজ্ঞীর বিরুদ্ধে এক অভ্যুত্থান পরিচালনা করেন। সফল অভ্যুত্থানের পর লি সিয়ান (থাং চোং জোং) আবার সম্রাট হন। এ সময় রাজবংশের নাম আবারো থাং রাজবংশ রাখা হয়। একই সালে সম্রাজ্ঞী উ জে থিয়ান রোগে আক্রান্ত হয়ে মারা যান। সে সময় তার বয়স ছিলো ৮২ বছর। তিনি আদেশ দিয়েছিলেন, তার সমাধিফলকে যেন কিছু না লেখা হয়। ফলে তার সমাধীতে কিছু লেখা হয়নি। আজো তার সমাধির সামনে এক অকথিত সমাধিফলক রয়েছে।
অকথিত সমাধিফলক
বন্ধুরা, এখন শুনছেন চাং লিয়াং ইংয়ের গাওয়া 'অকথিত সমাধিফলক' নামের গানটি। এ গান 'উ মেই নিয়াংয়ের কাহিনী' নামে টিভি নাটকের সমাপ্তি গান। এ গানে বলা হয়েছে, 'হাজার বছরের ইতিহাস স্মরণ করে দেখেছি, ভালোবাসা ও ঘৃণার কথা হিসেব করা যায় না। রাজ পরিবারের জীবন বর্ণনা করার মতো না। আমি কার দেশ রক্ষা করার জন্য প্রচেষ্টা চালিয়েছি। আমার আর কোনো কথা নেই। চোখে পানি আছে, দেখছি এ অকথিত সমাধিফলকটি। যদি আমি আবার দেহধারণ করতে পারি, তখন আমি সাধারণ পরিবারের মেয়ে হতে চাই। তখন আমার প্রিয় মানুষ আমার সঙ্গী হবে।'