২০০৫ সালে চাং আই চিয়া, লিউ রুও ইং এবং লি সিন চিয়ে যৌথভাবে '২০,৩০,৪০' নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রে লি সিন চিয়ের অভিনীত ২০ বছর বয়সী চরিত্র সংগীতের স্বপ্ন নিয়ে একা একা থাইপেই শহরে আসেন। প্রতিদিন তিনি বেশি হাসিখুশি ছিলেন। লিউ রুও ইং'য়ের অভিনীত ৩০ বছর বয়সী চরিত্র দুই ছেলেবন্ধু নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে যান। চাই আই চিয়ার অভিনীত ৪০ বছর বয়সী চরিত্র ছেলেবন্ধুর বিশ্বাসঘাতকতা জানতে পেরে আবার নতুন জীবন শুরু করেন। এ চলচ্চিত্রে তিন জন নারীর জীবনের তিনটি পর্যায়ে প্রকাশিত অনুভূতি ও ঘটনাগুলো তুলে ধরা হয়।
তাইওয়ানের প্রবীণ চলচ্চিত্র সমালোচক চিও সিয়োং পিং মনে করেন, চাং আই চিয়া তাইওয়ানের নতুন চলচ্চিত্রকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
গত বছর চাং আই চিয়া গোল্ডেন হর্স অ্যাওয়াডর্সের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।
১৯৭৯ সালে ২৫ বছর বয়সী চাং আই চিয়া তার চেয়ে ১৬ বছর বেশি বয়সী এক পুরুষকে বিয়ে করেন। তাদের এই বিয়ে মাত্র ৬ বছর স্থায়ী ছিলো। সাংসারিক ব্যর্থতার জন্য নিজেকে দায়ী মনে করেন চাং আই চিয়া। তিনি বলেন, 'তখন আমি অনেক তরুণ ছিলাম। যথেষ্ট প্রস্তুত ছিলাম না। নিজেকে সম্পূর্ণ বুঝতে পারতাম না তখন।'