guangying
|
১৯৭২ সালে চলচ্চিত্র জগতে প্রবেশের পর থেকে গত ৪০ বছরের বেশি সময় ধরে একজন অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক বা নির্মাতা হিসেবে চাং আই চিয়া বরাবরই আর্ট ফিল্মে অটল রয়েছেন।
চাং আই চিয়া ১৯৫৩ সালে তাইওয়ানের একটি নামকরা পরিবারে জন্মগ্রহণ করেন। তার দাদা তাইওয়ানের তথ্য ব্যুরোর মহাপরিচালক ছিলেন। রাজনৈতিক অঙ্গনে তার দাদার প্রভাব ছিল অনেক। তাঁর খালা বা মাসী 'চায়না ডেইলি' পত্রিকার ইংরেজি সংস্করণের মহাপরিচালক ছিলেন। আর বাবা ছিলেন বিমান বাহিনীর একজন সেনানায়ক।
ছোটবেলায় চাং আই চিয়া দেখলেন, তিনি পড়াশোনায় খুব একটা ভালো করেননি। তাই বিনোদন অঙ্গনে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিলেন তিনি। নিজের স্বাধীনতা এবং প্রতিভার ওপর নির্ভর করে একজন অভিনেত্রী থেকে চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং নির্মাতা পর্যন্ত চাং আই চিয়া অনন্য সুন্দর অভিনেত্রীর তুলনায় ভিন্নতর একটি ধারা সৃষ্টি করেছেন।