চাং আই চিয়া নামে চীনের তাইওয়ানের একজন বিখ্যাত অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক
  2016-01-07 10:52:22  cri

এবারে চাং আই চিয়া 'Murmur of the Hearts' বা 'হৃদয়ে গুঞ্জন' নামের নতুন চলচ্চিত্রের মাধ্যমে তরুণ প্রজন্মকে তাদের বাবা-মার সঙ্গে যোগাযোগের একটি পদ্ধতি খুঁজে বের করার ক্ষেত্রে সাহায্য করতে চান। এ চলচ্চিত্র প্রসঙ্গে তিনি বলেন, 'তুমি হয়তো ভাবছো যে, কোনো কোনো অনুভূতি ইতোমধ্যেই ভুলে গেছি। আসলে কিন্তু তা নয়। এ চলচ্চিত্রে বাবা-মাও বাচ্চাদের মতো, তারা কখনও একে অপরকে ভুলে যান না।'

'তারুণ্যের সময় তিনি ছিলেন প্রস্ফুটিত ফুলের মতো। এখন তিনি বাড়ন্ত গাছের মতো, অনেকে তার ছায়ায় আশ্রয় নিতে পারে।' হংকংয়ের চলচ্চিত্র পরিচালক এডওয়ার্ড ল্যাম এভাবেই চাং আই চিয়া এবং তার চলচ্চিত্রের মূল্যায়ন করেছেন।

১৯৭২ সালে সর্বপ্রথম চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ করার পর ২০১৫ সালে এসে চাং আই চিয়া স্ক্রিনে সেই বিবর্ণ ফুলের মতো হয়েছেন। তবে বর্তমানে তিনি স্ক্রিনের পিছনে থাকতে অথবা একটি সবুজ-সতেজ পাতার মতো কাজ করতে বেশি পছন্দ করেন। এভাবে তিনি আরো বেশি তরুণ অভিনেতা অভিনেত্রীদের সুযোগ করে দিয়েছেন।

চাং আই চিয়ার দু'জন বিখ্যাত শিক্ষানবিস আছেন। একজন লিউ রুও ইং এবং আরেকজন লি সিন চিয়ে। চাং আই চিয়া তাদের দু'জনের ওপর গভীর নজর রাখেন এবং তাদের দু'জনের ওপর শিক্ষক চাং আই চিয়ার কমবেশি ছাপ পেড়েছে।

১৯৯৫ সালে চাং আই চিয়া প্রশিক্ষণ গ্রহণ করছিলেন। সে সময় চলচ্চিত্র জগতে সদ্য প্রবেশ করা রেনে লিউ 'siao yu ' চলচ্চিত্রে অভিনয়ের জন্য এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান।

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040