
(চীনের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ মন্ত্রী চাও তুং মিংসহ প্রমুখ নেতারা অনুষ্ঠান শুরু করেছেন)
এ গান পরিবেশনা অনুষ্ঠানে পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির সংস্কৃতি বিভাগের প্রধান চাও তুং মিং আরো বলেন :
পেইচিং অলিম্পিক গেমসের ঐতিহাসিক ক্ষনগননার শততম দিনকে স্বাগত জানানোর প্রস্তুত নিচ্ছি আমরা । এমন এক সময়ে আমরা মনের দরজা খুলে হাসি মুখে বিশ্বের বিভিন্ন দেশের বন্ধুদেরকে স্বাগত জানাবো এবং বন্ধুদের সঙ্গে পেইচিংয়ের সৌন্দর্য ভাগাভাগি করবো । পেইচিংয়ে তোমাকে স্বাগত , যদিও এই শুভেচ্ছা আমরা সবসময় জানাচ্ছি এবং শুনছি , তবুও এ কথা অলিম্পিকের প্রস্তুতি প্রক্রিয়ার সঙ্গে মিলে মিশে আছে । তবে আগামী ১০০ দিনে এ সহজ শুভেচ্ছা নতুন তাত্পর্য নিয়ে ধরা দেবে । এ কথা থেকে পেইচিং এবং সব চীনা জনগণের আন্তরিকতা , আস্থা , সুখ এবং আনন্দ প্রকাশ করা যায় ।

(আমাদের সংবাদদাতা শুয়েই ফেই ফেই তাইওয়ানের বিখ্যাত শিল্পী লিন চি লিংয়ের সঙ্গে ছবি তুলেছেন)
সুন্দর সুর ও কথার এ গানের মিউজিক ভিডিও তৈরি হবে । মিউজিক ভিডিওতে ঐতিহ্যবাহী ও আধুনিক পেইচিং দৃশ্যায়ন করা হবে । পেইচিংয়ের বিখ্যাত পুরাকীর্তি , নব নির্মিত আধুনিক ভবন এবং অলিম্পিকের স্টেডিয়ামে চিত্রগ্রহণ করা হবে । বিভিন্ন দেশের জনগণ এ মিউজিক ভিডিও উপভোগ করার পাশাপাশি আসল পেইচিং এবং একটি নতুন পেইচিং উপলব্ধি করতে পারবেন ।
পেইচিংয়ে তোমাকে স্বাগতম , গানটির কথাগুলো হল :নতুন দিন তাজা বাতাস নিয়ে আসে , সব কিছু বদলে গেলেও আমাদের বন্ধুতা বদলাবে না । আমাদের বাড়ির দরজা সবসময় খোলা , মন খুলে আপনার অপেক্ষায় আছি , বুকে বুক মেনালে আমরা বন্ধু হবো , তুমি এখানকে ভালোবাসবে । দূর কিংবা প্রতিবেশি , সবাই আমার অতিথি , ঠিক করেছি আমরা এখানেই হাজির হবো , তাই স্বাগত জানাই তোমায় । পেইচিংয়ে তোমাকে স্বাগত জানাই , গানে গানে তোমার মন ভোলচ্ছি , সাহসী হলে অলৌকিক ঘটনা মেলে ।
1 2 3 4 5
|