
(গানটির সুরকর বিখ্যাত শিল্পী সিয়াও খো গানটি রচনার অনুভূতি দর্শকদের জানাচ্ছেন)
মোষ , মোষ , পানিতে থাকে মোষ, শিং দেখলেই মাথা উঠে আসে । এই অতি সহজ সরল , সহনশীলতার , এ গানের মধ্যে দারুন শুবাকাঙ্ক্ষা রয়েছে ।
পেইচিংয়ে তোমাকে স্বাগতম এ কথা এখন পেইচিংয়ের নাগরিক এবং সব চীনা জনগণের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন দেশের জনগণকে সবচেয়ে উচ্চরিত কথা । তবে প্রথম এ গানটি সৃষ্টির সময় সিয়াও খো এর কথা খুব একটা পছন্দ করেন নি । তিনি বলেন :

(গানের আরেকজন গায়ক মিস্টার লিন ই লুন , মূল ভূভাগের গায়ক)
প্রথমে "পেইচিংয়ে তোমাকে স্বাগতম" এ কথা শোনার সময় আমার মনে হয়েছিল কথাগুলো একটু স্লোগানের মত । প্রথম সুর সৃষ্টির সময় আমার এসব কথা গানে ব্যবহার করতে মন চাইতো না । তবে সুর করতে করতে আমি অনুভব করেছি যে এগুলো আসলে সবচেয়ে আন্তরিক কথা । অন্য কথার চেয়ে এ কথাগুলো আমাদের মনের অনুভূতির পূর্ণ প্রকাশ ঘটিয়েছে। এটি আসলে একটি স্লোগান নয় , সবচেয়ে বাস্তব কথা । অলিম্পিকের প্রস্তুতির কাজে অংশ নিলে আরো গানটি গভীরভাবে উপলব্ধি করা সম্ভব ।
1 2 3 4 5
|