v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-17 10:22:15    
বো আও

cri

বো আও শহরের পার্টি সম্পাদক উ এন জে ব্যাখ্যা করে বলেন, ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনায় বো আওয়ের চারপাশে শতাধিক বর্গকিলোমিটারের একটি বিশেষ ব্যবস্থাপনা এলাকা গড়ে তোলা হবে। ছোট শহরটির সামাজিক সেবা ও প্রশাসন প্রক্রিয়া জোরদার করা হবে। তার লক্ষ্য হচ্ছে জায়গাটিকে একটি বিখ্যাত অবকাশ কেন্দ্রে পরিণত করা। তিনি বলেন,

আমরা ইতোমধ্যেই প্রস্তাব করেছি ছোট শহরটিকে অর্থাত চীনের বো আও'কে সত্যিকার স্বর্গে পরিণত করা। কারণ আমাদের অনেক বৈশিষ্ট্য আছে, আছে পর্যটন ও সাংস্কৃতিক সম্পদ। আমরা হৈহূল্লোড়ে ভরা বড় শহর চাই না বরং ছোট শহর চাই। আমরা চীনের বৈশিষ্ট্যময়, শান্তিপূর্ণ, উষ্ণ, রোম্যান্টিক ও বসবাসের উপযুক্ত স্বর্গীয় ছোট শহর তৈরী করে নাগরিক মানুষদেরকে একটু স্বস্তি দিতে চাই। তারা যেন এখানে অবকাশ যাপন এবং মন্থর জীবন উপভোগ করে একটু মনের স্বস্তি খুঁজে পান।

শ্রোতাবন্ধুরা, এখন আমি ছোট শহর বো আও-য়ে বেড়াতে যাওয়ার জন্য আপনাদেরকে কয়েকটি টিপস দিচ্ছি। বো আও-য়ের নীল উপকূল হাই খৌয়ের মেই লান বিমানবন্দর থেকে ১শ' কিলোমিটার দূর। পূর্ব হাই নানের এক্সপ্রেস সড়কে গেলে মাত্র দেড় ঘন্টার পথ। সান ইয়া ফিনিক্স বিমানবন্দর থেকে বো আও-এর দূরত্ব ১শ' ৭০ কিলোমিটার। এক্সপ্রেস সড়কে দুই ঘন্টার পথ। হাই খৌয়ের মেই লান বিমানবন্দর থেকে বো আও-য়ে যাওয়ার সবচেয়ে সহজ যানবাহন ট্যাক্সি। বো আও'র নীল উপকূলও বিমানবন্দরে আসা-যাওয়ার সেবা দেয়। এছাড়া নীল উপকূল থেকে ছোট শহর বো আও-য়ে রিকশায় যেতে লাগে মাত্র ৫মিনিট। মাথাপিছু যাওয়ার ভাড়া ২ ইউয়ান।


1 2 3