v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-17 10:22:15    
বো আও

cri

হাইনান বসন্তকালীন পর্যটন ব্যুরোর গাইড ওয়াং বলেছেন, গড়ে প্রতি মাসে তিনি ৪টি পর্যটক দল নিয়ে এখানে আসেন। এখনকার প্রধান আকর্ষণ হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। তিনি বলেন,

বো আও তো বিশিষ্ট তার প্রাকৃতিক সৌন্দর্য্যের জন্য। হাইনানের প্রাকৃতিক দৃশ্য খুব স্বতন্ত্র। এখানে তিন নদীর ত্রিবেনী সংগম। পাশাপাশি আছে বিশ্ব রেকর্ড ধারী সবচেয়ে সরু ইউ তাই থান। এ সব অন্য কোথাও অত্যন্ত বিরল। ফোরামের জন্য জায়গাটি বাছাই করার কারণ হচ্ছে এখানকার মনোমুগ্ধকর দৃশ্য।

৮ বছর আগেও ফু চি ফু বো আও উচ্চ অববাহিকার ওয়ান ছুয়ান নদীতে মত্স্য আহরণের কাজ করতেন। এরপর তিনি পর্যটন শিল্পের সঙ্গে জড়িয়ে পড়েন। প্রতি দিন ফু চি ফু জাহাজে করে পর্যটকদেরকে জাহাজঘাট থেকে তোং ইউ দ্বীপ ও ইউ তাই থানে নিয়ে আসা যাওয়া করেন। তিনি বলেন, পর্যটন শিল্পের সুষ্ঠু বিকাশের ধারা বজায় রয়েছে। দেশী-বিদেশী পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছে। তিনি বলেন,

আমাদের এই জাহাজঘাটে ছোট বড় মিলিয়ে জাহাজের সংখ্যা ৫০টিরও বেশি। এর মধ্যে শতাধিক যাত্রী ধারণ করতে পারে এমন জাহাজ মাত্র একটা। ৬০ আসনের জাহাজ দুটি, ৫০ আসনের ৪টি এবং কয়েকটি জাহাজ অতিথিদেরকে অভ্যর্থনা জানানোর কাজে ব্যবহৃত হয়। বিশেষ করে সম্মেলনে অংশ নেয়া অতিথিদেরকে জাঁকজমক করে অভ্যর্থনা জানানো হয় এ সব জাহাজ দিয়ে। পর্যটকের চাপ যখন বেশি থাকে তখন দিনভর পারপারের কাজ করে জাহাজগুলো।

বো আওয়ের অধিবাসীরা সরল ও অতিথিপরায়ন। ৬৩ বছর বয়সী হুয়াং তুন চি ২০ বছর ধরে ঝলসানো রাজ হাঁসের একটা রেস্তরাঁ চালাচ্ছেন। এটা হচ্ছে সবচেয়ে বৈশিষ্ট্যময় স্থানীয় খাবার। আগে তার দোকানের আয়তন ছিল মাত্র কয়েক বর্গমিটার এবং ছোট শহরের কিছু মানুষ খেতে আর গল্প গুজব করতে সেখানে আসতেন। এখন সব সময় দেশী-বিদেশী পর্যটকে গম গম করে রেস্তোরাঁটি। কয়েক বর্গমিটার থেকে এখন রেস্তরাঁটি ৩শতাধিক বর্গমিটারের দোতলা দালানে রূপ নিয়েছে। হুয়াং তুন চি বলেন,

আমার রেস্তরাঁর খাবার খুবই সুস্বাদু। তাই অনেক পর্যটক এখানে আসেন। বাবুর্চির রান্না খুবই ভালো, বিশেষ করে নিজেদের চাষ করা হাঁস মুরগি ও শাক সবজির গ্রামীণ স্বাদের খাবার সবচেয়ে ভালো। আমরা আশা করি, অতিথিরা খেয়ে মজা পাবেন এবং আবার আসবেন।

যখন কোনো গুরুত্বপূর্ণ সম্মেলন থাকে না তখন অধিকাংশ পর্যটক সকালে বো আও-তে ঘুরতে বের হন। সাধারণত দুপুর দুই থেকে তিনটা'র মধ্যে দর্শনীয় স্থানের কাছাকাছি ভিড়িয়ে রাখা জাহাজ, ছবি প্রিন্ট করার দোকান বা স্থানীয় রেস্তরাঁগুলো বন্ধ হয়ে যায়। ছোট্ট শহরটি তখন কোলাহলমুক্ত ও নীরব হয়ে যায়। সুবিশাল সড়কগুলো তখন প্রায় মানবশূন্য হয়ে পড়ে। স্থানীয় পরিবারগুলো তখন ঘরে আড্ডা জমিয়ে তোলে। পর্যটকরা ফিরে যায় নিজ নিজ হোটেল কক্ষে।


1 2 3